পশ্চিমবঙ্গ

নিম্মচাপ জোরালো হচ্ছে, অতি ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি

পশ্চিমবঙ্গ, ০২ জুলাই- রাজ্যে ক্রমশ জোরালো হচ্ছে নিম্মচাপ অক্ষরেখার দাপট। শহরে আজ রোদ বৃষ্টির খেলা চললেও প্রবল বর্ষণে ভাসতে চলেছে উত্তরবঙ্গ। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে ভারী থেকে অতিভারী বৃষ্টি হবে উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায়।

উত্তরবঙ্গে ভারী থেকে অতিভারী নয় শুধু বরং প্রবল অতি ভারীর বৃষ্টির লাল সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। আলিপুরদুয়ার এবং কোচবিহারে বৃষ্টির দাপট বাড়বে মাত্রাতিরিক্তভাবে। এছাড়াও দার্জিলিং, জলপাইগুড়ি, কালিমপং, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে অতিভারী বৃষ্টি হবে।

বৃষ্টির দাপট দেখবে দক্ষিণবঙ্গও। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে মুর্শিদাবাদ, মালদা, বীরভূমেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। ভারী বৃষ্টি না হলেও শুক্রবার শহরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী ৪ জুলাই থেকে বৃষ্টি বাড়বে শহরে।

এদিকে, জলীয় বাষ্পের কারণে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় রয়েছে শহর ও শহরতলিতে। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের সব জেলায়, হাওয়া অফিস সূত্রে এমনটাই খবর। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাতেও বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে।

শুক্রবার কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩১.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। দিনের সর্বনিম্ম তাপমাত্রা থাকবে ২৪.৬ ডিগ্রির আশেপাশে, যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৯৬ শতাংশ, ন্যূনতম ৭৭ শতাংশ।

সূত্রঃThe Indian Express বাংলা

Back to top button