ক্রিকেট

ভারতের ‘কলঙ্কিত’ রেকর্ডকে পেছনে ফেলল শ্রীলংকা

লন্ডন, ০২ জুলাই – সময়টা একেবারেই বাজে যাচ্ছে শ্রীলংকা ক্রিকেট দলের। একের পর এক হার দেখছে দলটি। খাদের কিনারায় দাঁড়িয়ে থাকা দলকে বাঁচানোর আকুতি জানিয়েছেন দেশটির কিংবদন্তি তারকা সনৎ জয়সুরিয়া।

এমন পরিস্থিতিতেই ভারত দলের কলঙ্কিত রেকর্ডকে পেছনে ফেলল কুশল পেরেরার শ্রীলংকা। ওয়ানডেতে সর্বোচ্চ ম্যাচ হারের অনাকাঙ্ক্ষিত রেকর্ডটি এখন শ্রীলংকার খাতায়।

লন্ডনের কেনিংটন ওভালে শুক্রবার স্বাগতিক ইংল্যান্ডের কাছে ৮ উইকেটে হেরেছে শ্রীলংকা। আর এরই সঙ্গে আন্তর্জাতিক ওয়ানডে ফরম্যাটে দলটির হারের সংখ্যা দাঁড়াল ৪২৮।

ওয়ানডেতে এত দিন সর্বোচ্চ হারের রেকর্ড ছিল বিরাট কোহলির ভারতের দখলে। শুক্রবার পর্যন্ত পরিসংখ্যান অনুযায়ী, ৯৯৩ ম্যাচে ৪২৭ হার ম্যান ইন ব্লুদের। অবশ্য ৫১৬ জয়ও রয়েছে দলটির।

আর চলতি ইংল্যান্ড সফরে ওয়ানডে সিরিজ হারের পর শ্রীলংকার পরিসংখ্যান, ৮৬০ ম্যাচে ৪২৮টি হার ও ৩৯০টি জয়।

কলঙ্কিত এ রেকর্ডে শ্রীলংকা ও ভারতের পরেই পাকিস্তানের অবস্থান। ৯৩৩ ম্যাচে ৪৯০ জয়ের পাশাপাশি ৪১৪ ম্যাচ হেরেছে তারা।

এই পরিসংখ্যানে ইংল্যান্ড, অস্ট্রেলিয়ার চেয়ে ভালো অবস্থানে বাংলাদেশ। এ পর্যন্ত ৩৮৫ ওয়ানডে খেলে ২৪৫ ম্যাচে হেরেছেন টাইগাররা। জয় তুলে নিয়েছে ১৩৩টি ম্যাচে। বাংলাদেশের অবস্থান নবম।

সূত্র : যুগান্তর
এন এইচ, ০২ জুলাই

Back to top button