নাটক

তিন বছর পর শুটিংয়ে ফিরলেন সুমাইয়া শিমু

ঢাকা, ০২ জুলাই – টানা তিন বছর পর সম্প্রতি লাইট-ক্যামেরার সামনে ফিরলেন শূন্য দশকের জনপ্রিয় অভিনেত্রী সুমাইয়া শিমু।

তাকে নিয়ে ‘লাইফলাইন’ নামের বিশেষ নাটক নির্মাণ করলেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। এর চিত্রনাট্যও তারই। এতে শিমুর বিপরীতে দেখা যাবে এ প্রজন্মের অভিনেতা মুশফিক আর ফারহানকে।

আবারও শুটিংয়ে ফেরা প্রসঙ্গে উচ্ছ্বাস প্রকাশ করেছেন শিমু। বললেন, ‌‘তিন বছর পর আবারও চেনা জায়গায় ফিরে আমি এক্সাইটেড।’

প্রকাশ করলেন খানিক অভিমানও, ‘শুটিং থেকে দূরে থাকার পেছনে বিশেষ কোনও কারণ নেই। তবে অনেকে ভাবেন আমি বিদেশে থাকি। এটা ভুল বোঝাবুঝি ছাড়া কিছু নয়। বিদেশে থাকি ভেবে অনেকে আমার সঙ্গে যোগাযোগ করেননি। আমারও যোগাযোগ করা হয়নি। এসব কারণেই নিয়মিত কাজ করা হয়নি।’

নির্মাতা রাজ জানান, আসন্ন ঈদে একটি বেসরকারি টিভি চ্যানেলে নাটকটি প্রচার হবে। পাশাপাশি উন্মুক্ত হবে সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলে।

সূত্র : বাংলা ট্রিবিউন
এন এইচ, ০২ জুলাই

Back to top button