কুষ্টিয়া

কুষ্টিয়ায় ২৪ ঘণ্টায় ৭ জনের মৃত্যু , করোনা শনাক্ত ১৩৭ জনের

কুষ্টিয়া, ০২ জুলাই- কুষ্টিয়ায় ২০ দিন ধরে কঠোর বিধিনিষেধ-লকডাউন চললেও করোনা পরিস্থিতির ভয়াবহ রূপ বজায় রয়েছে। গত ২৪ ঘণ্টায় ১৩৭ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৪০ শতাংশ। এবং আরও সাত জন করোনা পজেটিভ রোগীর মৃত্যু হয়েছে। জেলায় এ পর্যন্ত করোনায় ২১৮ জনের মৃত্যু হলো। এ ছাড়া ২৪ ঘণ্টায় ৮১ জন করোনা রোগী সুস্থ হয়েছে।

হাসপাতালের দুইশ শয্যার বিপরীতে ২০৪ জন রোগী ভর্তি রয়েছে। এর মধ্যে অর্ধেকের বেশি রোগীর অক্সিজেন  প্রয়োজন হচ্ছে। এতে হিমশিম খাচ্ছে কৃর্তপক্ষ।

গতকাল বৃহস্পতিবার থেকে সারা দেশে শুরু হওয়া কঠোর বিধিনিষেধের আজ দ্বিতীয় দিন। এই বিধিনিষেধ বাস্তবায়নে সকাল থেকে পুলিশ ব্যাপক তৎপরতা চালাচ্ছে। অযথা বাইরে বের হলে এবং স্বাস্থ্যবিধি না মানলে ভ্রাম্যমান আদালত তাদের জরিমানার আওতায় আনছেন। সেনাসদস্যদের টহল দিতে দেখা গেছে। আগের দিনগুলোর তুলনায় শহরে মানুষ কম বের হয়েছে।

সূত্রঃ এনটিভি

Back to top button