বিজ্ঞান ও প্রযুক্তি

সেপ্টেম্বরেই বাজারে আসছে আইফোন ১৩

টেকজায়েন্ট অ্যাপেল চলতি বছর সেপ্টেম্বর মাসে বাজারে ছাড়বে ‘আইফোন ১৩’ সিরিজ। অফিশিয়ালভাবে কোনো ঘোষণা না এলেও বাজারে চাউড় হয়েছে আইফোন ১৩ সিরিজে থাকছে তিনটি ভার্সন- আইফোন ১৩ মিনি, আইফোন ১৩ প্রো এবং আইফোন ১৩ স্টান্ডার্ড। এই সিরিজের প্রতিটি ভার্সনে অ্যাপল স্টোরেজ করবে ১ টেরাবাইট। থাকছে আপডেট ফাইভ জি ক্যামেরা ও উন্নতমানের সেভিং ব্যাটারি।

আইফোন ১৩ তে বর্তমান মডেলের সব ফিচারই যুক্ত করা হচ্ছে । অতিরিক্ত হিসেবে এ ফোনে ফাইভজি প্রযুক্তি এবং উন্নতমানের এ সিরিজ চিপ ব্যবহার করা হতে পারে বলেও জানা গেছে। শা করা হচ্ছে।অ্যাপল জানিয়েছে, আইফোনের নতুন সিরিজে আগের চেয়ে সবচেয়ে বেশি আপগ্রেড আনা হবে।

এছাড়াও ২০২২ সালের অ্যাপল দুটি দামি ও দুটি সাশ্রয়ী মূল্যের আইফোন বাজারে আনতে পারে। দুটি ক্যাটাগরির প্রাথমিক মডেলে ৬ দশমিক ১ ইঞ্চি এবং ম্যাক্স ক্যাটাগরির ফোনগুলোতে ৬ দশমিক ৭ ইঞ্চির ডিসপ্লে দেওয়া হতে পারে।অ্যাপল তাদের ম্যাক্স সিরিজের কোনো একটি আইফোনের দাম কমিয়ে ৯০০ ডলারের মধ্যে নিয়ে আসতে পারে।

এম এউ, ০২ জুলাই

Back to top button