২৫০ কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ বিতরণ
কুষ্টিয়া, ২০ অক্টোবর- কুষ্টিয়া মিরপুরে ২৫০জন কৃষকের মাঝে বিনামূল্যে স্বল্পমেয়াদি শীতকালীন শাক-সবজির বীজ বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে মিরপুর উপজেলা কৃষি অফিসের উদ্যোগে উপজেলা কৃষি অফিস চত্বরে এ বীজ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা লিংকন বিশ্বাস।
মিরপুর উপজেলা কৃষি কর্মকর্তা রমেশ চন্দ্র ঘোষের সভাপতিত্বে এই বীজ বিতরণ কার্যক্রম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সাবিহা সুলতানা, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা ফরহাদ শরীফ, উপ-সহকারী কৃষি কর্মকর্তা বিশ্বনাথ পাল।
আরও পড়ুন: শিশু ধর্ষণের ১৬ দিনের মধ্যে রায় ঘোষণা নজির তৈরি, আসামির
উপজেলা কৃষি কর্মকর্তা রমেশ চন্দ্র ঘোষ জানান, মিরপুর উপজেলার বিভিন্ন এলাকার মোট ২৫০জন কৃষকের মাঝে স্বল্পমেয়াদি শাক-সবজির বিতরণকৃত বীজের মধ্যে রয়েছে স্বল্প মেয়াদি করলা, উফসী জাতের শিম, কলমি শাক গীমাকলমি, আমন ডাঁটা, বরবটি, ঝাল মরিচ, শসা, হাইব্রিড লাউ, মুলা এবং পালংশাকসহ বিভিন্ন জাতের সবজি বীজ।
এসব বীজ বপনের মধ্যেদিয়ে প্রান্তিক কৃষক পরিবারের সবজির চাহিদা পূরণসহ বাজারে সরবরাহ করলে ভোক্তারা স্বল্পমূল্যে সবজি কিনতে পারবেন।
সূত্র : দেশ রূপান্তর
এম এন / ২০ অক্টোবর