অপরাধ

জুনে বেড়েছে নারী-শিশু ধর্ষণ ও সহিংসতা

ঢাকা, ০১ জুলাই – মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের (এমএসএফ) তথ্য অনুযায়ী, গত জুন মাসে ধর্ষণসহ নারী ও শিশুদের ওপর সহিংসতার ঘটনা উদ্বেগজনকভাবে বেড়েই চলেছে। ডিজিটাল নিরাপত্তা আইন ও ক্ষমতার অপব্যবহার করে নাগরিকদের বস্তুনিষ্ঠ ও স্বাধীন চিন্তা, অনুসন্ধানী সাংবাদিকতা এবং মতামত প্রকাশের সাংবিধানিক অধিকার প্রয়োগের পথ রুদ্ধ করার মতো ঘটনার পুনরাবৃত্তি ঘটেছে। মানবাধিকার পরিস্থিতি মনিটরিং জুনের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ফাউন্ডেশনের সভাপতি অ্যাডভোকেট সুলতানা কামাল স্বাক্ষরিত প্রতিবেদনে বলা হয়, দেশে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নির্যাতন ও সীমান্তে হতাহতের মতো ঘটনা বন্ধ হয়নি। করোনা মহামারির সংকটকালে মানুষ যখন সাধারণ জীবনধারণের লড়াইয়ে বিপর্যস্ত, তখন অব্যাহতভাবে মানবাধিকার লঙ্ঘন এবং তা বাড়ছে। এতে ফাউন্ডেশন গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করছে।

এতে জানানো হয়, জুন মাসে ৩২২টি নারী ও শিশু নির্যাতনের ঘটনা ঘটেছে। এর মধ্যে ধর্ষণ ৭৬টি, সংঘবদ্ধ ধর্ষণ ২১টি, ধর্ষণের পর হত্যা দুটি, প্রতিবন্ধী শিশু ও কিশোরী ধর্ষণের শিকার হয়েছে সাতজন। এ ছাড়া ধর্ষণের চেষ্টা ১৮টি, যৌন হয়রানি ৫টি ও শারীরিক নির্যাতনের ঘটনা ঘটেছে ৩৫টি। এ সময়ে মোট ৭২ জন নারী আত্মহত্যা করেছেন। অ্যাসিড নিক্ষেপের শিকার হয়েছেন দুই নারী। অপহরণের শিকার হয়েছেন চার কিশোরী এবং ছয় নারী ও কিশোরী নিখোঁজ রয়েছেন।

সূত্র: সমকাল
এম ইউ/০১ জুলাই ২০২১

Back to top button