সাজ-সজ্জা

বর্ষায় ভেজা কাপড়ের স্যাঁতস্যাঁতে ভাব আর দুর্গন্ধ নিয়ে চিন্তিত?

বর্ষাকাল মানে ঝুম বৃষ্টি। একটানা দিন রাত বৃষ্টি পড়তেই থাকে। এসময় বেশি বিপত্তি বাধে ভেজা কাপড় শুকানো নিয়ে।

বৃষ্টির কারণে রোদে কাপড় শুকানোর কোনো সুযোগ থাকে না। দেখা যায়, ঘরের মধ্যে দড়ি টাঙিয়ে কাপড় শুকাতে হয়। ফ্যান চালিয়ে কাপড় শুকাতে লেগে যায় দীর্ঘ সময়। এতে বদ্ধ ঘরে স্যাঁতস্যাঁতে গন্ধ তৈরি হয়।

এই সমস্যা থেকে কীভাবে মুক্তি মেলবে সেই পরামর্শ দিয়েছে ইন্ডিয়ান এক্সপ্রেস।

ঘরে বাতাস চলাচল নিশ্চিত করুন 

বর্ষায় কাপড় চোপড় ঘরে ফ্যানের হাওয়ায় শুকালে সেই ঘরের জানলা দরজা যতটা সম্ভব খোলা রাখার চেষ্টা করুন। যাতে কাপড় শুকাতে গিয়ে ঘরে দুর্গন্ধ না ছড়িয়ে পড়ে। ঘরে যাতে বাতাস চলাচল থাকে সে দিকে খেয়াল রাখুন।

ন্যাপথালিন ব্যবহার করুন

বর্ষাকালে আলমারিতে পরিষ্কার কাপড় এক টানা অনেক দিন রেখে দিলে তাতেও ছত্রাক পড়ে যায়। তাই মাঝে মাঝে আলমারির কাপড় নাড়া-চাড়া করবেন। পারলে কিছুক্ষণ খুলে রাখবেন আলমারির দরজা। আর আলমারিতে ন্যাপথালিন রাখতে ভুলবেন না।

বেডরুমে কাপড় শুকানো নয়

শোয়ার ঘরে কোনওভাবেই জামা কাপড় মেলবেন না, এতে শারীরিক সমস্যা হতে পারে। স্যাঁতস্যাঁতে গন্ধে আপনার ঘুমের সমস্যা হতেও পারে। যাদের শ্বাস-প্রশ্বাসে সমস্যা আছে তাদের জন্যও অস্বস্তিকর হয়ে উঠতে পারে।

পরিচ্ছন্ন কাপড় পড়ুন

এক বা দুইবার পরার অনেক সময় স্যাঁতস্যাঁতে দুর্গন্ধ বের হয় কাপড় থেকে। গন্ধ বের হলে সে কাপড় পরা উচিত হবে না। এতে চর্মরোগের সমস্যা দেখা দিতে পারে। ভাল করে পানিতে ভিজিয়ে রেখে এর মধ্যে জীবাণুনাশক জাতীয় তরল মিশিয়ে দিন। এতে ভালমতো কাপড়টি ভালোমতো জীবাণুমুক্ত হবে।

এম ইউ

Back to top button