জীবন একটাই, তাই অতীত ভুলে এগিয়ে যাওয়া উচিৎ, সেই পথেই হাঁটছেন শ্রাবন্তী!
কলকাতা, ০১ জুলাই – নুসরত-যশ বিতর্কের মাঝেই পাল্লা দিচ্ছেন শ্রাবন্তী (Srabanti Chatterjee)। তাঁকে নিয়েও কম জল্পনা নেই। নিত্য নতুন পোস্টে মনের ভাব প্রকাশ করছেন সুন্দরী নায়িকাও। রোশন যতই তাঁর বিরহে কাতর হয়ে ফের সংসার করার ইচ্ছা প্রকাশ করুন না কেন, নায়িকা অনেক আগেই মুখ ফিরিয়েছেন। তাঁর নতুন বয়ফ্রেন্ডের সঙ্গে পার্টির ছবিও এসেছে প্রকাশ্যে। বোঝাই যাচ্ছে তিনি ফের নতুন করে জীবন শুরু করতে চান।
বৃহস্পতিবার নিজের ইনস্টাগ্রামে শ্রাবন্তী একটি ছবি পোস্ট করে লেখেন ‘জীবন একটাই, একবারই বাঁচার সুযোগ আসে,সঠিক পথে হাঁটলে একটা জীবনই যথেষ্ট’। প্রাণভরে বাঁচতে চাইছেন নায়িকা। কিছুদিন আগে পাহাড়ে একান্তে সময় কাটিয়ে ফিরেছেন। বিজেপিতে যোগ দেওয়ার পর চুটিয়ে প্রচার করেছিলেন, ফল ঘোষণার পর একটু আশাহত হয়েছেন ঠিকই। তবে সব কাজ মিটিয়ে একটু আলাদা সময় কাটাতে পাহাড়ের হাওয়া গায়ে লাগিয়ে ফুরফুরে মেজাজে ফিরেছেন শহরে।
সূত্র: জি নিউজ
এম ইউ/০১ জুলাই ২০২১