ঢালিউড

তোমার মুখটা যদি দেখি একবার

ঢাকা, ০১ জুলাই – চিত্রনায়িকা মাহিয়া মাহির সময়টা খুব একটা ভালো যাচ্ছে না৷ তার ভীষণ মন খারাপ। কোনো একজনের মুখ দেখতে খুব ইচ্ছে করছে তার! এ নিয়ে বিরহের সাগরে ভাসছেন তিনি। আর তাই জনপ্রিয় একটি গানের মাঝের দুটি চরণ তিনি প্রকাশ করেছেন তার ফেসবুকে। লিখেছেন, ‘চাইনা কিছুই তো জীবনে আর/ তোমার মুখটা যদি দেখি একবার’।

গানের কথাগুলো নেওয়া হয়েছে প্রায়ত কণ্ঠশিল্পী খালিদ হাসান মিলু ও কনকচাঁপার গাওয়া ‘যে প্রেম স্বর্গ থেকে এসে’ গান থেকে। গানটি ছিল ‘প্রাণের চেয়ে প্রিয়’ সিনেমায়।

এদিকে, সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুর সঙ্গে মাহির বিয়ে বিচ্ছেদের আনুষ্ঠানিকতা চলছে। এর মাঝেই গুঞ্জন ওঠে মাহির দ্বিতীয় বিয়ের। গুঞ্জনের সূত্রপাত মাহির একটি ছবি ও ভিডিওকে কেন্দ্র করে। যদিও বিয়ের খবরটি মিথ‌্যা বলে দাবি করেছেন তিনি।

বিষয়টি অস্বীকার করে মাহি গণমাধ্যমকে বলেন, ‘আমি বিয়ে করিনি, বিয়ের খবরটি ভুয়া। রাকিব আমার জাস্ট ফ্রেন্ড।’

এন এইচ, ০১ জুলাই

Back to top button