জাতীয়

খুচরা পর্যায়ে আলুর দাম পুনঃনির্ধারণ করবে সরকার : কৃষিমন্ত্রী

ঢাকা, ২০ অক্টোবর- কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক জানিয়েছেন, খুচরা পর্যায়ে আলুর দাম পুনঃনির্ধারণ করবে সরকার। প্রতি কেজি আলুর দাম ৩০ টাকা থেকে বাড়ানো হবে। তবে তা ৩৫ টাকার মধ‌্যে রাখা হবে।

মঙ্গলবার (২০ অক্টোবর) সচিবালয়ে গণমাধ্যমকর্মীদের এ তথ্য জানান তিনি।

আরও পড়ুন: নির্বাচনে ব্যর্থতার জন্য বিএনপি নেতাদের পদত্যাগ করা উচিত: কাদের

কৃষিমন্ত্রী বলেন, ‘আজ (মঙ্গলবার) বিকেলে খামারবাড়িতে কৃষি বিপণন অধিদপ্তরে ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করে আলুর দাম পুনঃনির্ধারণ করা হবে।’

গত ৭ অক্টোবর প্রতি কেজি আলুর দাম কোল্ড স্টোরেজ পর্যায়ে ২৩ টাকা, পাইকারি পর্যায়ে ২৫ টাকা এবং ভোক্তা পর্যায়ে ৩০ টাকা বেঁধে দেয় কৃষি বিপণন অধিদপ্তর। বাজারে আলুর এই দাম নিশ্চিত করতে জেলা প্রশাসকদের কাঠে চিঠিও পাঠানো হয়। তবে আলুর দামের বিষয়ে আপত্তি জানান ব্যবসায়ীরা।

সূত্র : রাইজিংবিডি
এন এইচ, ২০ অক্টোবর

Back to top button