জাতীয়

করোনায় দেশে একদিনে রেকর্ড ১৪৩ মৃত্যু

ঢাকা, ০১ জুলাই – করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় ১৪৩ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে করোনা শনাক্ত হয়েছে ৮ হাজার ৩০১ জনের। আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে গতকাল বুধবার করোনায় মারা যান ১১৫ জন, মঙ্গলবার ১১২ জন, সোমবার ১০৪ জন এবং রোববার ১১৯ জন।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এখন পর্যন্ত দেশে করোনা শনাক্ত হয়েছে ৯ লাখ ২১ হাজার ৫৫৯ জনের। করোনায় মারা গেছেন ১৪ হাজার ৬৪৬ জন।

প্রসঙ্গত, দেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়ে গত বছরের ৮ মার্চ। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর।

সূত্র : আমাদের সময়
এন এইচ, ০১ জুলাই

Back to top button