উত্তর আমেরিকা

দুই বছর কারাভোগের পর মুক্তি পেলেন মার্কিন কমেডিয়ান বিল কসবি

ওয়াশিংটন, ০১ জুলাই- যৌন নির্যাতনের অভিযোগে দুই বছর কারাভোগের পর মুক্তি পেলেন মার্কিন কমেডিয়ান বিল কসবি। বুধবার পেনসিলভানিয়ার ফেডারেল আদালত কসবির বিরুদ্ধে আনা যৌন নিপীড়নের দণ্ড প্রত্যাহার করেন। এসময় বিচারক বলেছেন, প্রকিসিউশন বিচার প্রক্রিয়া লঙ্ঘন করেছিল। পূর্বে যে রায় দেয়া হয়েছিল তা স্বাভাবিক ছিল না বলেও উল্লেখ করেন বিচারক। ফলে ফিলাডেলফিয়ার একটি কারাগার থেকে বেরিয়ে আসেন ৮৩ বছর বয়সী কৃষ্ণাঙ্গ কমেডিয়ান কসবি।

১৯৮০ এর দশকের জনপ্রিয় টিভি সিরিজ ‘দ্য কসবিতে’ অভিনয়ের মাধ্যমে খ্যাতি অর্জন করেন তিনি। এসময় বিল কসবি আমেরিকাস ড্যাড হিসেবে পরিচিতি পান। জনপ্রিয় টিভি শোর মাধ্যমে মাধ্যমে তিনি লক্ষ লক্ষ মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন।

২০০০৪ সালে সাবেক বাস্কেটবল খেলোয়াড় অ্যান্ডে কনস্ট্যান্ডের ওপর মাদক প্রয়োগ ও যৌন নির্যাতনের অভিযোগ আনা হয় বিল কসবির বিরুদ্ধে। এই অভিযোগে ২০১৮ সালে কসবিকে ১০ বছরের কারাদণ্ড দেন আদালত। তবে বুধবার (৩০ জুন) আদালত তাঁর বিরুদ্ধে আনা সব অভিযোগ ও দণ্ড প্রত্যাহার করে নেন। ফলে দুই রছর কারাভোগের পরই মুক্তি মেলে তার।

বিল কসবির বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ এনেছেলেন কয়েক ডজন নারী। এর মধ্যে কনস্ট্যান্ডের অভিযোগে তাকে অভিযুক্ত করা হয়, দেয়া হয় কারাদণ্ড। তাকে রাখ হয় ফিলাডেলফিয়ার উপকণ্ঠের এক নির্জন কারাগারে। কসবির কারাদণ্ডের পর শুরু হয় যৌন নির্যাতনবিরোধী হ্যাসট্যাগ মি টু আন্দোলন। যাকে ২০১৮ সালে আন্দোলনের এক মাইলফলক হিসেবে দেখা হয়।

যদিও তার বিরুদ্ধে আনা সকল অভিযোগ অস্বীকার করেছেন কসবি। তার দাবি সুযোগ নেয়ার জন্য তার বিরুদ্ধে নেমেছে একটি পক্ষ। আদালত তাকে ১০ বছরের কারাদণ্ড দিলে ধস নামে কসবির ক্যারিয়ারে। বিপর্যয় নেমে আসে তার জীবনে।

এদিকে তার মুক্তিতে বিচার ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন অভিযোগকারীরা। তাদের দাবি, বিচারব্যবস্থার ফাঁকফোকরের কারণে আজ মুক্ত বাতাসে ঘুরে বেড়াচ্ছে একজন ধর্ষক। তাদের মতে, কসবির মুক্তির ঘটনায় নারীরা যৌন নিপীড়ন নিয়ে মুখ খোলার উৎসাহ হারাবেন।

তথ্যসূত্র: জাগো নিউজ
এস সি/০১ জুলাই

Back to top button