জাতীয়

জঙ্গিবাদ অনেকটাই নিয়ন্ত্রণে, নেই বড় হামলার সক্ষমতা: সিটিটিসি প্রধান

ঢাকা, ০১ জুলাই – কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের প্রধান মো. আসাদুজ্জামান বলেছেন, দেশে জঙ্গিবাদ এখন অনেকটাই নিয়ন্ত্রণে। বড় ধরনের হামলা চালানোর কোনো সক্ষমতা নেই জঙ্গি সংগঠনগুলোর। দেশের বাইরে থেকে দুইজন জঙ্গি সদস্য দেশের অভ্যন্তরে জঙ্গি সংগঠনগুলোর সঙ্গে যোগাযোগের চেষ্টা করছে।

হলি হার্টিজানে জঙ্গি হামলার ৫ বছর উপলক্ষে বৃহস্পতিবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

সিটিটিসি ইউনিট প্রধান বলেন, হলি আর্টিজানে জঙ্গি হামলায় যারা জড়িত ছিল তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্ত করে আদালতে চার্জশিট দেওয়া হয়েছে। ইতোমধ্যে আদালত রায় দিয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন সিটিটিসির যুগ্ম কমিশনার ইলিয়াস শরীফ ও উপ-কমিশনার আব্দুল মান্নান।

সূত্র : সমকাল
এন এইচ, ০১ জুলাই

Back to top button