সিরাজগঞ্জ

যমুনার পানির অস্বাভাবিক বৃদ্ধিতে জেলার নিম্ন-চরাঞ্চলের বিভিন্ন এলাকা প্লাবিত

সিরাজগঞ্জ, ০১ জুলাই- উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল আর টানা বর্ষণে যমুনা নদীর পানি সিরাজগঞ্জ পয়েন্টে ব্যাপকভাবে বৃদ্ধি পাচ্ছে। যমুনা নদীর পানির অস্বাভাবিক বৃদ্ধির ফলে জেলার নিম্নাঞ্চল ও চরাঞ্চলের বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে।

বৃহস্পতিবার (১ জুলাই) সকালে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড সিরাজগঞ্জের গেজ রিডার আব্দুল লতিফ  জানান, সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধ পয়েন্টে যমুনা নদীর পানি গত ২৪ ঘণ্টায় ৩৮ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। বর্তমানে বিপদসীমার ১.৮৭ মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

যমুনা নদীর পানি বৃদ্ধির ফলে তলিয়ে যেতে শুরু করেছে জেলার নিম্নাঞ্চল ও চরাঞ্চলের বিভিন্ন এলাকা। এরই মধ্যে সদর উপজেলার নিম্নাঞ্চল খোকশাবাড়ি ইউনিয়নের বেশ কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে। প্লাবিত হয়েছে চরাঞ্চল অধ্যুষিত জেলার বিভিন্ন এলাকা। পানি বন্দি হয়ে পড়েছে ওই সকল এলাকার হাজার হাজার মানুষ।

এদিকে চরাঞ্চলের কাচা পাট, তিল, সবজি বাগানে বন্যার পানি উঠে যাওয়ায় বিপাকে পড়েছেন কৃষকেরা। এ সময় অনেকেই অসময়ে পাট-তিলসহ ফসল কেটে নিচ্ছে।

তথ্যসূত্র: আরটিভি
এস সি/০১ জুলাই

Back to top button