দিনাজপুর

হিলি স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি-রপ্তানিসহ বন্দরের সব কার্যক্রম চালু রয়েছে

দিনাজপুর, ০১ জুলাই- করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় বৃহস্পতিবার (১ জুলাই) থেকে সারাদেশে কঠোর লকডাউন শুরু হয়েছে। কিন্তু এর মধ্যেও দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি-রপ্তানিসহ বন্দরের সব কার্যক্রম চালু রয়েছে।

হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন জানান, করোনা সংক্রমণ রোধে বৃহস্পতিবার থেকে সারাদেশে লকডাউন শুরু হলেও হিলি স্থলবন্দর দিয়ে আমদানি রপ্তানি চালু রয়েছে। বন্দরের কার্যক্রম বন্ধের কোনো নির্দেশনা আমরা পাইনি। সরকারি নির্দেশনা মোতাবেক স্বাস্থ্যবিধি মেনেই বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। ভারত থেকে পণ্যবাহী ট্রাকগুলো আসার সঙ্গে সঙ্গে জীবাণুমুক্ত করা হচ্ছে। দূর থেকে ঝুড়ির মাধ্যমে বিশেষ ব্যবস্থায় ট্রাক থেকে কাগজপত্র সংগ্রহ করা হচ্ছে।

তিনি আরও জানান, বন্দরে মাস্ক ও গ্লাভস ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। ভারতীয় ট্রাকচালকদের জন্য জায়গা নির্ধারণ করা হয়েছে। সেখানে তাদের রাখা হচ্ছে। তাদের বাথরুম, পানি খাওয়ার স্থান আলাদা করে দেয়া হয়েছে। আমাদের নিরাপত্তাকর্মী দিয়ে তাদের নজরদারিতে রাখছি। পাশাপাশি শ্রমিকসহ অন্যদের হাত ধুয়ে বন্দরের ভেতরে প্রবেশ করতে হচ্ছে।

তথ্যসূত্র: আরটিভি
এস সি/০১ জুলাই

Back to top button