জাতীয়

আগামী দুই দিনে মডার্নার ২৫ লাখ টিকা দেশে আসছে : স্বাস্থ্যমন্ত্রী

ঢাকা, ০১ জুলাই- আগামী দুই দিনে দেশে আসছে মডার্নার ২৫ লাখ ডোজ টিকা। আজ বৃহস্পতিবার দুপুরে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আগামীকাল শুক্রবার রাত ১১টা ২০ মিনিটে প্রায় ১২ লাখ এবং পরের দিন শনিবার সকালে ১৩ লাখ ডোজ টিকা দেশে আসবে।’

এর আগে গত ২৬ জুন স্বাস্থ্যমন্ত্রী বলেছিলেন, ‘আমরা কোভ্যাক্স থেকে টিকা পেতে গত জুনে চিঠি পাঠিয়েছিলাম। সে হিসাবে কোভ্যাক্স আমাদের পর্যায়ক্রমে প্রায় সাত কোটি ডোজ টিকা দিতে চেয়েছিল। আজকে আমরা চিঠি পেয়েছি। সেখানে উনারা (কোভ্যাক্স) আমাদের ২৫ লাখ ডোজ মর্ডানার টিকা দেওয়ার কথা বলেছে। আগামী সাত থেকে ১০ দিনের মধ্যে টিকা বুঝিয়ে নিতে যেসব ব্যবস্থা নেওয়ার সেটা আমাদের নিতে বলেছে। একটা কনসার্ন লেটার পাঠাতে বলেছে, সেটা (কনসার্ন লেটার) আমরা পাঠিয়ে দিচ্ছি।’

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘চীনের টিকার জন্য এর আগে চুক্তি হয়েছে। আশা করছি আগামী কিছু দিনের তারা (চীন) মধ্যে একটা লট আমাদের দেবে। তবে কখন দেবে ওরা কত ডোজ দিবে সেটা পরে জানিয়ে দেবে।’

উল্লেখ্য, এই ভ্যাক্সিন গ্রহণ করতে আগামীকাল রাত ১১টা ২০ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত থাকবেন বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী।

সূত্রঃএনটিভি

Back to top button