পশ্চিমবঙ্গ

ভোট পরবর্তী হিংসা নিয়ে জবাব চাইল সুপ্রিম কোর্ট

কলকাতা, ০১ জুলাই – পশ্চিমবঙ্গে ভোট-পরবর্তী হিংসার অভিযোগ তুলে ‘সিট’ গঠন করে তদন্তের আবেদন জানিয়ে মামলা হয় সুপ্রিম কোর্টে। আজ সেই মামলায় পশ্চিমবঙ্গ সরকার, কেন্দ্রীয় সরকার ও নির্বাচন কমিশনকে একসঙ্গে নোটিশ দিয়েছে সুপ্রিম কোর্ট। চার সপ্তাহের মধ্যে জবাব দিতে হবে। এর আগে সুপ্রিম কোর্টে এই মামলার শুনানি পিছিয়ে দেওয়া হয়েছিল। আজ দুই বিচারপতির ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি হয়। এই মামলা থেকে পরপর এক বিচারপতি নিজেকে সরিয়ে নিয়েছিলেন।

এর আগে ১৮ জুন বিচারপতি ইন্দিরা বন্দ্যোপাধ্যায় এই মামলার শুনানি থেকে নিজেকে সরিয়ে নেন। ভোট পরবর্তী হিংসায় আক্রান্ত হওয়ার অভিযোগ তুলে একাধিক পরিবার শীর্ষ আদালতে আবেদন করে। আদালতে দুই মহিলার ধর্ষণের অভিযোগের পরিপ্রেক্ষিতে আবেদন করেন বিশ্বজিৎ সরকার। সেখানে অভিযোগ করা হয়, হিংসা ও ধর্ষণের মতো ঘটনায় কোনও ব্যবস্থা নেয়নি রাজ্য পুলিশ ও রাজ্য সরকার। গুজরাটে গোধরা-পরবর্তী সাম্প্রদায়িক হিংসার কথা উল্লেখ করা হয় আবেদনে। বলা হয়, গুজরাটের মামলায় আদালত একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল, যেখানে আদালতের তত্ত্বাবধানে সিট গঠন করে তদন্ত হয়েছিল। এ বারও একই ভাবে তদন্তের আর্জি জানান তাঁরা।

আজ সেই মামলার শুনানিতে বিচারপতিরা প্রশ্ন তোলেন, কেন অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না সরকার। ব্যবস্থা নেওয়া হলে, কী ব্যবস্থা নেওয়া হয়েছে তাও জানাতে হবে শীর্ষ আদালতকে। চার দিনের মধ্যে জবাব দিতে হবে সব পক্ষকে।

অন্যদিকে, রাজ্যে ভোট পরবর্তী হিংসার মামলায় বুধবার মুখ বন্ধ খামে রিপোর্ট জমা দিয়েছে মানবাধিকার কমিশন। রাজ্যে এসে পরিস্থিতি খতিয়ে দেখতে বিভিন্ন জায়গায় ঘুরে গিয়েছেন কমিশনের প্রতিনিধিরা। সেই পর্যবেক্ষণের রিপোর্টই জমা দেওয়া হয় এ দিন। পুরো রিপোর্ট পড়ে তবেই রায় দেওয়া হবে বলে জানিয়েছেন বিচারপতিরা। আগামী ২ জুলাই এই মামলার পরবর্তী শুনানি রয়েছে।

এন এইচ, ০১ জুলাই

Back to top button