রেড রোডে ভয়াবহ বাস দুর্ঘটনা, মৃত ১
কলকাতা, ০১ জুলাই – ফোর্ট উইলিয়ামের রাস্তায় মর্মান্তিক বাস দুর্ঘটনা। প্রথমে একটি বাইক আরোহীকে ধাক্কা মারে একটি মিনি বাস। এরপর নিয়ন্ত্রণ হারিয়ে ফোর্ট উইলিয়ামের দক্ষিণ গেটের পাশের পাঁচিলে গিয়ে ধাক্কা মারে বাসটি। ঘটনায় মৃত এক বাইক আরোহী। বেশ কয়েকজন আহত।
জানা গিয়েছে, মেটিয়াব্রুজের দিক থেকে হাওড়ার দিকে যাচ্ছিল বাসটি। ফোর্ট উইলিয়ামের সামনে যেখানে রেড রোড বন্ধ, সেখানে আইল্যান্ড দিয়ে পার্ক স্ট্রিটের দিকে ঘুরতে গিয়ে হটাৎ ব্রেক ফেল করে। ডিভাইডারে গিয়ে ধাক্কা মারে মিনিবাসটি। সঙ্গে বাইক আরোহীকেও ধাক্কা মারে। বাইক আরোহী বাসের তলায় ঢুকে যায়। এরপর ঘটনাস্থলে আসে পুলিস। ক্রেন দিয়ে বাসটিকে সরিয়ে, তড়িঘড়ি ওই বাইক আরোহীকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বাসটিতে ২০ থেকে ২৫ জন যাত্রী ছিলেন। বেশিরভাগই আহত হয়েছেন। তাঁদের উদ্ধার করে নিয়ে গিয়েছে পুলিস। সকলেরই SSKM হাসপাতালে চিকিৎসা চলেছে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শনে যান কলকাতার পুলিস কমিশনার সৌমেন মিত্র। তিনিই জানান, ওই বাইক আরোহীর মৃত্যু হয়েছে। ঘটনার তদন্তেরও আশ্বাস দিয়েছেন তিনি। চালকের ভূমিকাও খতিয়ে দেখা হবে।
সূত্রঃ জি২৪ঘন্টা