লকডাউন কার্যকরে খুলনায় তৎপর বিজিবি
খুলনা, ০১ জুলাই- খুলনায় কঠোর লকডাইন কার্যকর করতে মাঠে নেমেছে বিজিবি। সকাল থেকে তাদের সঙ্গে রয়েছে পুলিশ ও স্থানীয় প্রশাসন। মোড়ে মোড়ে বসানো হয়েছে পুলিশি চেকপোষ্ট। প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হলেই তাদের ফিরিয়ে দেয়া হচ্ছে।
বৃহস্পতিবার (১ জুলাই) সকাল থেকে জেলার অভ্যন্তরে অথবা আন্তঃজেলায় কোন গণপরিবহন চলাচল করছে না। খুলনা রেলস্টেশনে ট্রেনের আগমন ও বহিরাগমন বন্ধ রয়েছে। সব ধরনের দোকানপাট, মার্কেট, শপিংমল বন্ধ রয়েছে।
সকাল থেকে নগরীর প্রাণকেন্দ্র ডাকবাংলা মোড়ে কয়েকটি ফলের দোকান ছাড়া বাকি সব বন্ধ ছিল। রোগী ও বয়স্ক মানুষ ছাড়া কাউকে বের হতে দিচ্ছে না প্রশাসনের সদস্যরা। তবে কিছু রিক্সা চলতে দেখা গেছে।
অপ্রয়োজনে রাস্তায় মোটরসাইকেল বের করার অপরাধে কয়েকটি যানবাহনের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। চারটি ভ্রাম্যমাণ আদালত শহরের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করছে। আইন অমান্যকারীদের করছে জরিমানা।
এদিকে, খুলনায় চীনের তৈরি সিনোফার্ম ভ্যাকসিন প্রয়োগ শুরু হয়েছে। আজ সকাল থেকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে এই টিকা দেওয়া হচ্ছে।
সূত্রঃএকুশে