হাতের সৌন্দর্য বৃদ্ধিতে হাল ফ্যাশনের হাল নাগাদ
প্রতিদিনই যাদের ঘরের বাইরে বেরোতে হয় তাদের জন্য সব সময় সাজে ভিন্নতা আনা অনেক কষ্টকর। অনেক চেষ্টা করেও সাজগোজ কিংবা পোশাক-আশাকের মাধ্যমে এই ভিন্নতা ফুটিয়ে তোলা যায় না। এই সময় দরকার পরে কিছু এক্সেসরিজের। এইসব এক্সেসরিজ খুব সহজেই নজর কেড়ে নেয়। আর এগুলো ব্যবহারের সব চাইতে উপযোগী হচ্ছে আমাদের হাত। আমরা শুধুমাত্র হাতের সৌন্দর্যে কিছু এক্সেসরিজ যোগ করে নিত্য দিনের সাজগোজে আনতে পারি ভিন্নতা।
সুন্দর একটি আঙটি
সাজগোজের ভিন্নতার জন্য আঙুলে সুন্দর ছোট্ট একটি ক্লাসি আঙটিই যথেষ্ট। একটা পাথরের সুন্দর ডিজাইনের একটি আঙটি আঙুলে পরে নিজের একটি সিগনেচার স্টাইল করে নিতে পারেন। কিংবা ওয়েস্টার্ন পোশাকের সাথে পরতে পারেন রঙচঙে বড় আঙটিগুলো।
ব্রেসলেট
হাতের কবজিতে পোশাক অনুযায়ী একটি ব্রেসলেট আপনার হাতের সৌন্দর্য যেমন বৃদ্ধি করবে ঠিক তেমনি ভিন্নতা আনবে স্টাইলে। শাড়ি বা সালোয়ার কামিজের সাথে ১ চেইনের চিকন ব্রেসলেট এবং ওয়েস্টার্ন ধাঁচের পোশাকের সাথে একটু রঙচঙে মোটা ধরণের সুন্দর ব্রেসলেট সহজেই সকলের নজর কাড়বে।
ঘড়ি
হাতে ব্রেসলেট পরতে না চাইলে আপনার জন্য আছে ঘড়ি। সুন্দর ডিজাইনের ডায়াল ও ফিতের ঘড়ি যে কোনো পোশাকের সাথে বেশ ভালো মানিয়ে যায়। কিংবা ওয়েস্টার্ন পোশাকের সাথে পড়তে পারেন নিওন ফিতের রঙচঙে সুন্দর ঘড়িগুলো। এছাড়াও এক হাতে ব্রেসলেট ও অন্য হাতে ঘড়িও বেশ মানিয়ে যায়।
ক্লাচ ব্যাগ
বর্তমানের ফ্যাশন জগতে চলছে ক্লাচ ব্যাগের ব্যবহার। ছোটোখাটো বহনযোগ্য এই ব্যাগগুলো সকলেরই বেশ প্রিয়। শাড়ি বা সালোয়ার কামিজের সাথে একটু ভালো সুন্দর ডিজাইনার ক্লাচ ব্যাগ সুন্দর মানিয়ে যায়। এবং ওয়েস্টার্ন ধাঁচের পোশাকের সাথে একটু রঙচঙে কিংবা হাতে আঁকা কাপড়ের সুন্দর ক্লাচ ব্যাগ যোগ করে ভিন্ন মাত্রা। যা সহজেই সকলের নজর কাড়ে।
এম ইউ