শেরপুর

ভোগাই নদীর ৬টি অংশে বাঁধ ভেঙেছে, প্রায় দেড় হাজার পরিবার পানিবন্দি

শেরপুর, ০১ জুলাই – শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ভোগাই নদীর ৬টি অংশে বাঁধ ভেঙে গেছে। এ কারণে প্রায় দেড় হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়েছে।

জনপ্রতিনিধি ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২৯ জুন) রাত থেকে টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা ঢলে উপজেলার নয়াবিল ইউনিয়নে ভোগাই নদীর ৩টি স্থানে বাঁধ ভেঙে গেছে। এছাড়া পৌর শহরের গড়কান্দা, ৫০০ মিটার, নিচপাড়া এলাকায় ১০০ মিটার ও খলাভাঙ্গা এলাকায় ১০০ শহর রক্ষা বাঁধ ভেঙে যায়।

এদিকে পাহাড়ি ঢলে নালিতাবাড়ী-নিচপাড়া সড়কের প্রায় ১ কিলোমিটার ও নালিতাবাড়ী-নয়াবিল সড়কের ৫০০ মিটার সড়ক পানিতে ডুবে গেছে। এ পথে যান চলাচল বন্ধ রয়েছে। এছাড়া কলসপাড়, যোগানিয়া ও বাঘবেড় মরিচপুরান ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।

এ বিষয়ে নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হেলেনা পারভীন বলেন, এরই মধ্যে ভাঙন এলাকা পরিদর্শন করেছি। জনপ্রতিনিধিদের ক্ষয়-ক্ষতির পরিমাণ জানতে বলা হয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকেও জানানো হয়েছে।

তথ্যসূত্র:আরটিভি
এস সি/০১ জুলাই

Back to top button