ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়ায় পূর্ব বিরোধের জের ধরে প্রবাসফেরত ব্যক্তিকে কুপিয়ে খুন

ব্রাহ্মণবাড়িয়া, ০১ জুলাই – ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার পানিশ্বর ইউনিয়নের পশ্চিম পাড়ায় পূর্ব বিরোধের জের ধরে আদম ব্যবসায়ীসহ তার লোকজনের হাতে আব্দুল কাদির (৫০) নামে এক ব্যক্তি খুন হয়েছেন। বুধবার (৩০ জুন) রাত সাড়ে আটটার দিকে এ ঘটনা ঘটে। হত্যাকাণ্ডের শিকার আব্দুল কাদির ওই ইউনিয়নের শোলাবাড়ি গ্রামের দক্ষিণ পাড়ার বজলুর রহমানের ছেলে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ইরাক যাওয়ার জন্য আড়াই বছর আগে পাশের গ্রামের আদম ব্যবসায়ী রমজান মিয়ার কাছে পাসপোর্টসহ সাড়ে তিন লাখ টাকা দেন আব্দুল কাদির৷ ইরাক যাওয়ার পর জেল খেটে তিনি দেশে ফিরে আসেন৷ আব্দুল কাদির বিষয়টি স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান দ্বীন ইসলামকে অবহিত করেন। চেয়ারম্যান এ নিয়ে এলাকায় সালিশি বৈঠক করেন। সালিশে সিদ্ধান্ত হয় আদম ব্যবসায়ী রমজান ৫০ হাজার টাকা ও পাসপোর্ট আব্দুল কাদিরকে ফিরিয়ে দিবেন। রমজান টাকা ফেরত দিলেও পাসপোর্ট ফেরত দেননি।

এরই মধ্যে আব্দুল কাদির তার পাসপোর্ট ফেরত বিষয়ে কথা বলতে বুধবার বিকেলে পশ্চিম পাড়ার মলাই মিয়া সরদারের সাথে দেখা করতে যান। ফেরার পথে একটি মসজিদের পাশে আদম ব্যাপারী রমজান মিয়ার পক্ষের অন্তত ২০-২৫ লোকজন দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে আব্দুল কাদির মিয়ার উপর অতর্কিত হামলা করে। এতে গুরুতর আহত হলে আব্দুল কাদিরকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক মির্জা মুহাম্মদ সাইফ তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে পুলিশের সরাইল সার্কেলের সহকারি পুলিশ সুপার মো. আনিসুর রহমান জানান, প্রবাসে যাওয়ার ঘটনা নিয়ে দুইপক্ষের মধ্যে বিরোধ চলছিল। এ বিরোধেরর জের ধরেই প্রতিপক্ষের হামলায় আব্দুর কাদির প্রাণ হারান। পুলিশ লাশ উদ্ধার করেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

তথ্যসূত্র: নতুন সময়
এস সি/০১ জুলাই

Back to top button