পশ্চিমবঙ্গ
বাগবাজারে ভেঙে পড়ল শতাব্দী প্রাচীন বাড়ির বারান্দার একাংশ, গ্রিল কেটে উদ্ধার ১২ বাসিন্দা
কলকাতা, ০১ জুলাই – কলকাতার বাগবাজার স্ট্রিটে ভেঙে পড়ল পুরনো বাড়ির বারান্দার একাংশ। এতে আটকে পড়েন ১২ জন বাসিন্দা। পরে গ্রিল কেটে তাদের উদ্ধার করেন দমকলকর্মীরা।
বুধবার রাত সাড়ে ৯টার দিকে ১৭বি বাগবাজার স্ট্রিটের পুরনো ওই তিনতলা বাড়ির বারান্দাটি হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বাগবাজার থানার পুলিশ। আটকে পড়া বাসিন্দাদের উদ্ধার করতে আসে দমকল ও বিপর্যয় মোকাবিলা বাহিনী। ভেঙে পড়া অংশ সরিয়ে গ্রিল কেটে ১২ জনকে উদ্ধার করা হয়।
বাড়ির একাংশ ভেঙে বাসিন্দাদের আটকে থাকার খবর পেয়ে ঘটনাস্থলে আসেন কলকাতা পৌরসভার প্রতিনিধিরাও। প্রাথমিক তদন্তে দমকলের অনুমান, বৃষ্টির কারণে এই ঘটনা ঘটেছে।
সূত্র: বিডি প্রতিদিন
এম ইউ/০১ জুলাই ২০২১