গাজীপুর

গাজীপুরে একদিনে আরও ৪ জনের মৃত্যু, নতুন শনাক্ত ২২

গাজীপুর, ০১ জুলাই – গাজীপুরে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ৪ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে করোনা শনাক্ত হয়েছে আরও ২২ জনের। এ নিয়ে জেলায় করোনায় মৃতের সংখ্যা ১৪০ জনে এবং শনাক্ত ১২ হাজার ৬১৩ জনে দাঁড়াল।

বুধবার সন্ধ্যায় গাজীপুর সিভিল সার্জন মো. খাইরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

নতুন শনাক্তদের মধ্যে গাজীপুর সদর উপজেলার নয়জন, কালিয়াকৈর উপজেলার তিনজন, শ্রীপুর উপজেলার চারজন, কাপাসিয়া উপজেলার পাঁচজন ও কালীগঞ্জ উপজেলার একজন।

সিভিল সার্জন জানান, গত ২৪ ঘণ্টায় জেলার ৩৪৫ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে ২২ জনের ফলাফল হাতে পাওয়া গেছে। শহীদ তাজউদ্দীন আহমদ হাসপাতালের করোনা নমুনা পরীক্ষার পিসিআর (মাইক্রোবায়োলজি) ল্যাবে বায়োসেপ্টিক কেবিনেটে ল্যামিনার ফ্লু মেশিন বিকল হয়ে পড়ায় নমুনা পাঠানো হচ্ছে ঢাকায়। এর ফলে ৩২৫ জনের ফলাফল এখনও পাওয়া যায়নি।

গাজীপুর জেলায় এ পর্যন্ত ১২ হাজার ৬১৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে গাজীপুর সদরে ৮ হাজার ২১৭ জন, কালীগঞ্জে ৮৯০ জন, কালিয়াকৈরে ১ হাজার ৩০৬, কাপাসিয়ায় ৮০৪ ও শ্রীপুরে ১ হাজার ৩৯৬ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১০ হাজার ৯২১ জন।

সূত্র : বাংলাদেশ জার্নাল
এন এইচ, ০১ জুলাই

Back to top button