জাতীয়

লকডাউনে বন্ধ ভারতীয় ভিসা সেন্টার

ঢাকা, ০১ জুলাই – অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশে অবস্থিত সব ভারতীয় ভিসা সেন্টার বন্ধ করেছে সে দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়।

বুধবার (৩০ জুন) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে ঢাকার ভারতীয় হাইকমিশন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ সরকার কর্তৃক ঘোষিত লকডাউনের পরিপ্রেক্ষিতে বাংলাদেশের সব ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র ১ জুলাই থেকে পরবর্তী বিজ্ঞপ্তি না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে। তবে জরুরি ভ্রমণের আবেদনসমূহ লকডাউনের সময়ও বিবেচিত হবে বলে জানানো হয়।

কমিশন জরুরি ভ্রমণ, বিশেষত চিকিৎসা সংক্রান্ত ভ্রমণের জন্য যেকোনো জিজ্ঞাসায় যোগাযোগ করার জন্য একটি মেইল আইডি [email protected] ও দুইটি ফোন নম্বর ০৯৬১২৩৩৩৬৬৬, ০৯৬১৪৩৩৩৬৬৬ দিয়েছে বিজ্ঞপ্তিতে।

সূত্র: রাইজিংবিডি
এম ইউ/০১ জুলাই ২০২১

Back to top button