ব্যবসা

গ্রাহকের হাতে পণ্য পৌঁছানোর পরই বিল পাবে ই-কর্মাস

ঢাকা, ৩০ জুন – গ্রাহক পণ্য হাতে পাওয়ার পরে বিল পাবে বিক্রেতা ই-কমার্স প্রতিষ্ঠান। এর আগ পর্যন্ত টাকা জমা থাকবে পরিশোধ সেবাদানকারী প্রতিষ্ঠানের কাছে।

পরিশোধ সেবাদানকারী প্রতিষ্ঠান অর্থ ছাড় করার সময় এ সংক্রান্ত তথ্য সংরক্ষণ করবে। ভুল তথ্য দিয়ে বিল নিলে পরবর্তীকালে ই-কর্মাস সকল পরিশোধ সেবা পাওয়ার যোগ্যতা হারাবে।
এসব শর্ত দিয়ে বাংলাদেশ ব্যাংক একটি সার্কুলার জারি করেছে।

বুধবার (৩০ জুন) জারি করা সার্কুলার দেশের সকল তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা, মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসেস (এমএফএস), পেমেন্ট সার্ভিস প্রোভাইডর (পিএসপি) ও পেমেন্ট সিস্টেম অপারেটরের (পিএসও) কাছে পাঠানো হয়েছে।

সূত্র: বাংলা নিউজ
এম ইউ/৩০ জুন ২০২১

Back to top button