জাতীয়

মেট্রোরেল প্রকল্পে এখন পর্যন্ত ৭৩৪ জন করোনায় আক্রান্ত

ঢাকা, ৩০ জুন – মেট্রোরেল প্রকল্পে কাজ করা ৭৩৪ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তবে এ প্রকল্পে নিয়োজিত কেউ করোনায় আক্রান্ত হয়ে মারা যাননি।

আক্রান্তদের চিকিৎসায় যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জুন) ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) মেট্রোরেল-৬ এর সবশেষ অগ্রগতি প্রকাশ করে। প্রকাশিত অগ্রগতিতে এ তথ্য জানা গেছে।

ডিএমটিসিএল জানায়, কোভিড-১৯ এর দ্বিতীয় ঢেউ প্রতিরোধে নিয়োজিত জনবলের পরিপূর্ণ ব্যবস্থা চলমান আছে। গাবতলী কন্সট্রাকশন ইয়ার্ডে ১০ শয্যা বিশিষ্ট এবং উত্তরার পঞ্চবটি কন্সট্রাকশন ইয়ার্ডে ১৪ শয্যা বিশিষ্ট ফিল্ড হাসপাতাল চালু আছে।

এমআরটি লাইন-৬ এর নির্মাণ কাজে নিয়োজিত ঠিকাদারি প্রতিষ্ঠানের জনবলের নিরাপদ অবস্থানের জন্য নির্মাণস্থলের কাছে আবাসিক স্থাপনা নির্মাণ করা হয়েছে।

প্রকল্পসমূহে কর্মরত দেশি জনবলকে অনলাইন রেজিস্ট্রেশনের মাধ্যমে ভ্যাকসিনের প্রথম ও দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে। বিদেশি জনবলকে অনলাইনে রেজিস্ট্রেশনের মাধ্যমে ভ্যাকসিন দেওয়ার চেষ্টা করা হচ্ছে।

সূত্র: বাংলা নিউজ
এম ইউ/৩০ জুন ২০২১

Back to top button