বিজ্ঞান ও প্রযুক্তি

আবারও দেশে এলো রেডমি নোট ৮ ফোনের নতুন ভার্সন

শাওমি দেশের বাজারে রেডমি সিরিজের সর্বাধিক বিক্রিত ডিভাইস ‘রেডমি নোট ৮’ সংস্করণটি ফিরিয়ে এনেছে।

স্মার্টফোনটি নিয়ে শাওমি বাংলাদেশের কান্ট্রি জেনারেল ম্যানেজার জিয়াউদ্দিন চৌধুরী বলেন, ‘আমরা ফ্যানকেন্দ্রিক ব্র্যান্ড। এ কারণে অলস্টার পারফরমেন্সের জন্য বিশাল আপগ্রেড করে রেডমি নোট ৮ (২০২১) ফিরিয়ে এনেছি। ফোনটিতে আছে ৬ দশমিক ৩ ইঞ্চি এফএইচডি প্লাস ডিসপ্লে, কোয়াড ক্যামেরা সেটআপ এবং সামনে ও পেছনের দিকে রয়েছে টেকসই কর্নিং গরিলা গ্লাস ৫।

এতে অ্যান্ড্রয়েড ১১ ভিত্তিক মিইউআই ১২ দশমিক ৫-এর সর্বশেষ সংস্করণ রয়েছে। আরও আছে মিডিয়াটেক হেলিও জি৮৫ চিপসেট, যেটি চূড়ান্ত গেমিং অভিজ্ঞতা দিতে ডিজাইন করা হয়েছে। ফোনটি তিনটি রঙে ৪ জিবি ও ৬৪ জিবি ভ্যারিয়েন্টে পাওয়া যাচ্ছে— ১৭ হাজার ৯৯৯ টাকায়।-বিজ্ঞপ্তি

এম ইউ/৩০ জুন ২০২১

Back to top button