বাফুফে’র হেড অফ মিডিয়া না ফেরার দেশে চলে গেলেন
ঢাকা, ৩০ জুন- বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) হেড অফ মিডিয়া আহসান আহমেদ অমিত মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজ বুধবার (৩০ জুন) ভারতের দিল্লির একটি হাসপাতালে চিকিৎসারত অবস্থায় তার মৃত্যু হয়। দীর্ঘ দিন ধরে কিডনি রোগে আক্রান্ত হয়ে ভারতের চিকিৎসাধীন অবস্থায় ছিলেন অমিত।
করোনা পরিস্থিতিতে বেশকিছু দিন অপেক্ষার পর গেল ২৪ জুন তার অপারেশন হয়। ছয় দিনের মাথায় চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সংশ্লিষ্ট অনেকেই ফরাশগঞ্জের কর্মকর্তা বাবুরামের মাধ্যমে বিষয়টি নিশ্চিত হয়েছেন। বাবুরাম অমিত ও তার পরিবারের সাথে খুব ঘনিষ্ঠভাবে জড়িত ছিলেন।
আহসান আহমেদ অমিত গত এক দশকে ফুটবল ফেডারেশনের মিডিয়া বিভাগে কর্মরত থাকলেও তিনি একজন ক্রীড়া সংগঠকও। বাংলাদেশ বয়েজ ক্লাবের কর্মকর্তা। ফুটবল ছাড়াও তিনি টেবিল টেনিস, হ্যান্ডবল ডিসিপ্লিনে সংগঠক হিসেবে কাজ করেছেন।
টেবিল টেনিস ফেডারেশনের নির্বাচিত কোষাধ্যক্ষও তিনি। টেবিল টেনিস ফেডারেশনের সহ-সভাপতি খন্দকার হাসান মুনীর বলেন, ‘ভারতে যোগাযোগ করে আমরা নিশ্চিত হয়েছি আমাদের অমিত আর নেই। বাংলাদেশ সময় বিকেল ছয়টার দিকেই তিনি দুনিয়া ছেড়েছেন। আমাদের টেবিল টেনিস পরিবার গভীরভাবে শোকাহত।’
সূত্রঃ বিডি২৪লাইভ.কম