অবশেষে নীরবতা ভাঙলেন আকরাম খান
ঢাকা, ৩০ জুন- কয়েকদিন আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খানের বিরুদ্ধে অভিযোগের আঙুল তোলেন বিসিবির সিনিয়র পরিচালক খালেদ মাহমুদ সুজন। এবার নিজের প্রতি আনিত অভিযোগের প্রেক্ষিতে মুখ খুললেন আকরাম খান। আজ বুধবার (৩০ জুন) গণমাধ্যমের সাথে কথা বলেন তিনি।
তিনি বলেন, ‘একটা তো আপনাদের ভুল ধারনা। এ টিমের কোনো কার্যক্রম নেই। করোনার কারণে তো কোনো কিছুরই কার্যক্রম নেই। শেষ সিরিজ যেটা হয়েছিল ২০১৯ এর অক্টোবরে। এরপর তো করোনার সমস্যা হয়েছে। এরপর তো অনূর্ধ্ব-১৯ বলেন, এইচপি বলেন, আমরা কিন্তু কিছুই করতে পারছি না। আমরা ৮-৯ বছর ২১টার মতো সিরিজ করেছি। ৮টা ঘরের মাঠে, ১৩টা দেশের বাইরে খেলেছি।’
সুজনের বক্তব্য নিয়ে তিনি বলেন, ‘গণমাধ্যমে এসে ‘ব্যক্তিগত ব্যাপার’ নিয়ে কথা বলা ক্রিকেটের জন্যই ক্ষতিকর। কাউকে নেতিবাচক কিছু বলা, সমালোচনা করতে চাই না। আমাদের বোর্ডে যদি কোনো সমস্যা থাকে, তাহলে সেগুলোর জন্য বোর্ড প্রধান আছেন। উনি আমাদের বৈঠকে কিন্তু কথা বলার যথেষ্ট সুযোগ দেন। সেখানে কিন্তু আমরা বলতে পারি। আপনি যদি মিডিয়াতে গিয়ে ব্যক্তিগত ব্যাপার নিয়ে কথা বলেন, এটা কিন্তু ক্রিকেটের জন্য ভালো না।’
সূত্রঃ বিডি২৪লাইভ.কম