ক্রিকেট

এই ধরনের বোলার কোনো লিগেই নেই : মুশতাক আহমেদ

ইসলামাবাদ, ৩০ জুন – বর্তমান বিশ্বের সেরা ক্রিকেট লিগ কোনটি? সবাই একবাক্যে বলবেন, আইপিএলের নাম। তারকা ক্রিকেটারদের উপস্থিতি, খরচ, প্রতিদ্বন্দ্বিতা আর দর্শক গ্রহণযোগ্যতা-সব কিছুতেই এগিয়ে ভারতীয় প্রিমিয়ার লিগ।

কিন্তু পাকিস্তানের কিংবদন্তি লেগস্পিনার মুশতাক আহমেদ সেটা মানতে নারাজ। তার মতে, বর্তমান বিশ্বের সেরা ক্রিকেট লিগ পিএসএল। পাকিস্তান সুপার লিগকে কেন সেরা মনে করেন, সেই ব্যাখ্যাও দিয়েছেন টুর্নামেন্টটিতে মুলতান সুলতানসের স্পিন কোচের দায়িত্ব পালন করা মুশতাক।

‘ক্রিকেট পাকিস্তান’কে দেয়া এক সাক্ষাৎকারে মুশতাক বলেন, ‘পিএসএল বিশ্বের সেরা লিগ। আমি অনেক বিদেশি খেলোয়াড়ের সঙ্গে কথা বলেছি। তারা আমাকে জানিয়েছে, কোনো জায়গায়ই এমন কঠিন বোলিংয়ের মুখোমুখি হতে হয়নি তাদের।’

তিনি যোগ করেন, ‘আইপিএল বলুন, বিগ ব্যাশ কিংবা ইংল্যান্ডের টি-টোয়েন্টি ব্লাস্ট-কোনো লিগেই এই ধরনের বোলার নেই যেটা পিএসএলে আছে। প্রতিটি পিএসএল ফ্র্যাঞ্চাইজির কাছে এমন দুই-তিনজন করে বোলার আছে, যারা ১৩৫ প্লাস (কিলোমিটার/ঘণ্টা) গতিতে বল করতে পারে। এখানে অনেক বিস্ময়কর স্পিনারও আছে।’

এজন্য বিদেশি ক্রিকেটাররা পিএসএল খেলতে পছন্দ করে জানিয়ে মুশতাক বলেন, ‘আন্তর্জাতিক খেলোয়াড়দের মধ্যে যাদের সঙ্গে কথা বলেছি, তারা পিএসএলে খেলতে ভালোবাসে। কারণ এখানে কঠিন ক্রিকেট হয়, যেটা তাদের খেলার উন্নতিতে সাহায্য করে। পিএসএলের সৌভাগ্য যে এত উঁচুমানের বোলার রয়েছে, এতে করে বিদেশি খেলোয়াড়রাও এখানে আসতে উৎসাহ পাচ্ছে।’

সূত্র : জাগো নিউজ
এন এইচ, ৩০ জুন

Back to top button