সাতক্ষীরায় ২৪ ঘণ্টায় আরও ১০ জনের মৃত্যু, শনাক্ত ৫০
সাতক্ষীরা, ৩০ জুন – সাতক্ষীরায় গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে আরও ১০ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনা ও উপসর্গে সাতক্ষীরা মেডিকেল কলেজ (সামেক) হাসপাতালে সাতজনের মৃত্যু হয়েছে। আর বেসরকারি হাসপাতালে করোনার উপসর্গে তিনজনের মৃত্যু হয়েছে।
এছাড়া জেলায় গত ২৪ ঘণ্টায় ৫০ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩০ দশমিক ৮ শতাংশ।
বুধবার (৩০ জুন) বিষয়টি নিশ্চিত করেন জেলা করোনা বিষয়ক তথ্য কর্মকর্তা ডা. জয়ন্ত কুমার সরকার।
এদিকে এ নিয়ে জেলায় বুধবার পর্যন্ত এ ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৭০ জন। আর উপসর্গ নিয়ে মারা গেছেন ৩৪০ জন।
জেলা করোনা বিষয়ক তথ্য কর্মকর্তা ডা. জয়ন্ত কুমার সরকার বলেন, ‘গত ২৪ ঘণ্টায় সামেক ও বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুজন করোনা পজেটিভ রোগী ও উপসর্গে আরও আটজনের মৃত্যু হয়েছে।’
তিনি আরও বলেন, ‘সামেক হাসপাতালের আরটি পিসিআর ল্যাবে ১৬২ জনের নমুনা পরীক্ষায় ৫০ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩০ দশমিক ৮ শতাংশ।’
সূত্র : জাগো নিউজ
এন এইচ, ৩০ জুন