ঢাকা

আশুলিয়াতে ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী দম্পতি আটক

ঢাকা, ২০ অক্টোবর- আশুলিয়াতে ফেন্সিডিলসহ স্বামী-স্ত্রী আটকসাভারের আশুলিয়া থানার ইয়ারপুর এলাকায় অভিযান চালিয়ে ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী দম্পতিকে আটক করেছে র‍্যাব-৪। এসময় তাদের ঘর থেকে প্রায় ১ হাজার বোতল ফেন্সিডিল জব্দ করা হয়।

মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে র‍্যাব-৪ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। মঙ্গলবার ভোর রাতে এই অভিযান চালানো হয়।

র‍্যাব জানিয়েছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‍্যাব জানতে পারে, আশুলিয়া থানার ইয়ারপুর এলাকার বাসিন্দা ইকবাল হোসেন লেবু ওরফে লেদু ও তার স্ত্রী মিলে নিজের ঘরে ফেন্সিডিলের ব্যবসা করছে। পরে লেদুর ঘরে অভিযান চালিয়ে ৯০৪ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।

এসময় মাদক বিক্রির সাড়ে ১২ হাজার টাকা ও তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়।

আরও পড়ুন:  রাজধানীতে কিশোর গ্যাংয়ের ৭ সদস্য গ্রেপ্তার

লেদুর মাদক ব্যবসায় সহযোগী ও তার স্ত্রী নার্গিস বেগমকেও আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা র‍্যাবকে জানিয়েছে, তারা স্বামী-স্ত্রী দীর্ঘদিন ধরে এই ব্যবসা করে আসছে। এমনকি তারা ভারতীয় সীমান্তবর্তী এলাকা থেকে সরাসরি ফেন্সিডিল সংগ্রহ করে। যা পরে নিজেদের ঘরে বসে বিক্রি করতো। মাদক ব্যবসায়ী এই দম্পতির বিরুদ্ধে মদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে র‍্যাব।

সূত্র: নতুন সময়

আর/০৮:১৪/২০ অক্টোবর

Back to top button