এশিয়া

আজান নিয়ে ফেসবুকে আপত্তিকর মন্তব্য করে তরুণী গ্রেপ্তার

কুয়ালালামপুর, ৩০ জুন- আজান নিয়ে আপত্তিকর মন্তব্য করে ফেসবুকে পোস্ট দিয়েছিলেন এক তরুণী। এরপর তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হলে গ্রেপ্তার করা হয় ২৬ বছর বয়সী ওই তরুণীকে। এ ঘটনা ঘটেছে মালয়েশিয়ার সেবেরাং পেরাইয়ে।

সেবেরাং পেরাইয়ের পুলিশ প্রধান অ্যাসিস্টেন্ট কমিশনার শফি সামাদ বলেন, মঙ্গলবার সকালের দিকে ওই তরুণীকে গ্রেপ্তার করা হয়। ওই নারী সাবাহান বলেও জানান তিনি।

তিনি বলেন, বেশ কয়েকজন ব্যক্তির আপত্তির পর চারজন পুলিশ অভিযোগ দায়ের করেন। এরপরই ওই নারীকে গ্রেপ্তার করা হয়। ওই অভিযোগে বলা হয়, ওই নারী তার ফেসবুক পোস্টে আজান নিয়ে আপত্তিকর মন্তব্য করেছেন।

শফি বলেন, গত ২৮ জুন ভোর ৫টা ১৮ মিনিটে ওই পোস্ট করেন ওই তরুণী। নিজের পোস্টে আজানকে পশুর ডাকের সঙ্গে তুলনা করেন তিনি। এসময় তিনি আপত্তিকর হ্যাশট্যাগও ব্যবহার করেন।

তিনি বলেন, একটি অভিযোগে বলা হয় ওই নারী মালয়েশিয়ানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছেন। তার পোস্টের মাধ্যমে তিনি মুসলিমদের খেপিয়ে তুলতে পারেন এবং এর মাধ্যমে জাতিগত উত্তেজনাও তৈরি হতে পারে।

তথ্যসূত্র: আরটিভি
এস সি/৩০ জুন

Back to top button