কৃত্রিম বুদ্ধিমত্তার ওপর বিনিয়োগ বাড়াচ্ছে চীনা সেনাবাহিনী
বেইজিং, ৩০ জুন – লড়াইয়ে নিজেদের সক্ষমতা বাড়াতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তার ওপর বিনিয়োগ বাড়াচ্ছে চীনা সেনাবাহিনী (পিএলএ)। জুনের শেষদিকে দেশটির বিমানবাহিনী কৃত্রিম প্রতিপক্ষ তৈরি করে মহড়া করে। গ্লোবাল টাইমসের এক আর্টিকেলে এসব বলা হয়েছে।
মনুষ্যবিহীন আকাশযান বা ড্রোনের বড় ব্যবহারকারী চীন। এগুলোর জন্য আদর্শ হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা। এদিকে অস্ট্রেলিয়া, জাপান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মতো বেশ কয়েকটি দেশ একটি বিশেষ শ্রেণীর ড্রোনের বিকাশ করছে। এগুলো লয়াল উইংম্যান নামে পরিচিত। এগুলো হচ্ছে মনুষ্য চালিত ফাইটারের সঙ্গে থাকা এক বা একাধিক ড্রোন যা ফাইটার থেকে নিয়ন্ত্রিত হবে।
চীনা পিএলএএফ ব্রিগেডের কমান্ডার ডু জিয়ানফেং বলেছেন, এআই পারদর্শী ফ্লাইট নিয়ন্ত্রণ দক্ষতা দেখিয়েছে। আমাদের সক্ষমতা অর্জনের জন্য এটি একটি মূল্যবান প্রতিপক্ষ।
সূত্র : ইত্তেফাক
এন এইচ, ৩০ জুন