কক্সবাজার

টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে ডাকাতের গুলিতে তিনজন গুলিবিদ্ধ

কক্সবাজার, ৩০ জুন- কক্সবাজারের টেকনাফে জাদিমুরা রোহিঙ্গা ক্যাম্পে ডাকাত দলের গুলিতে তিনজন গুলিবিদ্ধসহ চারজন আহত হয়েছেন। বুধবার রাতে দমদমিয়া-জাদিমুরা সংলগ্ন এলাকায় স্থানীয়সহ রোহিঙ্গাদের ঘরে ডাকাতির ঘটনা ঘটে।

গুলিবিদ্ধরা হলেন-টেকনাফের হ্নীলা ইউনিয়নের জাদিমুরা গ্রামের বাসিন্দা হাফিজুল্লাহ, তার ছেলে রহমত উল্লাহ, সালামত উল্লাহ ও মোহাম্মদ হাসান। তারা বর্তমানে কক্সবাজারের সদর হাসপাতালে চিকিৎসাধীন।

টেকনাফের জাদিমুরা রোহিঙ্গা ক্যাম্পের নেতা আবুল কালাম জানান, রোহিঙ্গা মোহাম্মদ ও হাসিমের নেতৃত্বে রোহিঙ্গা ও স্থানীয়দের পাঁচটি বাড়িতে হানা দেয় ডাকাতরা। এসময় ডাকাতরা বাড়িতে লুটপাট চালায়।

এ বিষয়ে টেকনাফ মডেল থানার ওসি হাফিজুর রহমান বলেন, ইয়াবা ব্যবসাকে কেন্দ্র করে ক্যাম্পে গুলির ঘটনায় তিনজন গুলিবিদ্ধসহ চারজন আহত হয়েছেন। এ ঘটনায় গ্রেপ্তারে অভিযান চলছে।

তথ্যসূত্র: সমকাল
এস সি/৩০ জুন

Back to top button