জাতীয়

ঢাকায় আসতে বাক্সবন্দি চীনের ২০ লাখ টিকা

ঢাকা, ৩০ জুন – চীনের সিনোফার্ম থেকে কেনা করোনা টিকার প্রথম দফার দুই মিলিয়ন বা ২০ লাখ ডোজ টিকা বাংলাদেশে আসার জন্য প্রস্তুত রয়েছে।

ঢাকায় চীনা দূতাবাসের ডেপুটি চিফ অফ মিশন হ্যালং ইয়ান বুধবার এক ফেসবুক পোস্টে এ তথ্য জানিয়ে বলেন, ‘চীনের সিনোফার্ম থেকে বাংলাদেশ সরকারের বাণিজ্যিকভাবে কেনা প্রথম ব্যাচের দুই মিলিয়ন টিকা সরবরাহের জন্য বেজিংয়ে প্রস্তুত রাখা হয়েছে। করোনা মহামারির দ্বিতীয় ঢেউ মোকাবিলায় বাংলাদেশি বন্ধুদের পাশে আছে চীন।’

পোস্টে টিকার দুটি ছবিও প্রকাশ করেছেন হ্যালং ইয়ান।

উল্লেখ্য, এর আগে দুই দফায় সিনোফার্ম উৎপাদিত বিবিআইবিপি-করভি টিকার ১১ লাখ ডোজ উপহার হিসেবে পাঠিয়েছে চীন। ওই টিকা হাতে পেয়ে আবার করোনা প্রতিরোধী টিকা কার্যক্রম শুরু করেছে সরকার।

সূত্র: আরটিভি
এম ইউ/৩০ জুন ২০২১

Back to top button