দক্ষিণ এশিয়া

এবার টুইটারের বিরুদ্ধে শিশু পর্নোগ্রাফির মামলা

নয়াদিল্লি, ৩০ জুন – ভারতে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারের বিরুদ্ধে এবার শিশু পর্নোগ্রাফির মামলা হয়েছে। এই মামলার মাধ্যমে চতুর্থবারের মতো দেশটিতে আইনি জটিলতায় জড়ালো টুইটার।

কর্তৃপক্ষের বরাত দিয়ে মঙ্গলবার এতথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম এনডিটিভি।

জাতীয় শিশু অধিকার রক্ষা কমিশনের (এনসিপিসিআর) করা অভিযোগের ভিত্তিতে এ ঘটনায় মামলা করেছে দিল্লি পুলিশের সাইবার সেল।

‘পসকো অ্যাক্ট’ ও ‘আইসিটি অ্যাক্ট’- করা এই মামলা নিয়ে এরই মধ্যে তদন্ত শুরু হয়েছে। এর আগেও তিনবার মামলার মুখোমুখি হতে হয়েছে টুইটারকে।

এনসিপিসিআর বলছে, শিশু পর্নোগ্রাফিসহ নানা ধরনের পর্নোগ্রাফি প্রদর্শন করে আসছে টুইটার। অভিযোগ জানানোর আগে দিল্লি পুলিশের প্রধান ও সাইবার সেলকে চিঠি লিখেছিল তারা।

সূত্র: সমকাল
এম ইউ/৩০ জুন ২০২১

Back to top button