কন্ট্যাক্ট লেন্সে কালারফুল আই মেকআপ
আপনি কি বছরের পর বছর ধরে কন্ট্যাক্ট লেন্স পরছেন? কিংবা চশমাকে পুরোপুরি বিদায় জানিয়েছেন? কিন্তু কন্ট্যাক্ট লেন্স পরে মেকআপ করা, বিশেষত ঠিকঠাকমতো চোখের মেকআপ করতে গেল মাঝেমধ্যে অনেকেরই বিরক্তি লাগে৷তবে মেকআপের কিছু খুঁটিনাটি নিয়ম মেনে চললে লেন্সও থাকবে সুরক্ষিত আর আপনিও মেকআপ করতে পারবেন প্রাণভরে৷
১) হাত ও মেকআপের সামগ্রী পরিষ্কার রাখুন- চোখের মতো সংবেদনশীল জায়গায় যখনই আপনি হাত ছোঁওয়াবেন, আপনার হাত যেন পরিষ্কার থাকে৷মেকআপ ব্রাশ ও মেকআপ কিটও যেন আগের বার ব্যবহারের পর পরিষ্কার থাকে৷কারওর ব্যবহার করা জিনিস ব্যবহার করবেন না এক্ষেত্রে৷আর পরিচ্ছন্ন হাই কোয়ালিটির মেকআপ ব্যবহারের ফলে আপনার চোখ আগের থেকে স্বাভাবিকভাবেই আরও উজ্জ্বল দেখাবে৷
২) লেন্স আগে লাগান- কন্ট্যাক্ট লেন্স পরার সবচেয়ে বড় সুবিধে মেকআপের সময়ই আপনি এটা লাগাতে পারবেন৷ তবে পরে নিন একেবারে শুরুতেই৷এমনকী মুখে কোনও মেকআপ লাগানোর আগেই৷ এতে আপনি দেখতে পাবেন ভালো করে আর চোখে সংক্রমণেরও সম্ভাবনা থাকবে না৷
৩) ওয়াটারপ্রুফ মেকআপ- অয়েল বেসড মাসকারা কখনও কন্ট্যাক্ট লেন্সের সঙ্গে লাগে না৷তাই মেকআপ কিটেএই ধরনের প্রোডাক্টকেই প্রাধান্য দেওয়া উচিত৷এবং তা অবশ্যই ওয়াটারপ্রুফ হতে হবে৷যেসব মাসকরারা তৈরিতে ফাইবার ব্যবহার হয় সেগুলো একদমই লাগাবেন না৷ চোখ আর লেন্স দুটোর ক্ষতিই তাহলে অবশ্যম্ভাবী৷
৪) ক্রিম আইশ্যাডো- কন্ট্যাক্ট লেন্স পরছেন বলে আইশ্যাডো পরা ছেড়ে দিতে হবে, এতটাও নয়৷ক্রিমবেসড পাউডার শেডের আপনার পছন্দের আইশ্যাডোটি লাগালে অসুবিধে নেই৷তবে কীভাবে ক্রিমি আইশ্যাডো স্মার্জ করে লাগাবেন, তা আপনাকে শুরুতেই ভালো করে রপ্ত করে নিতে হবে৷
৫)আইলাইনারে সাবধান- আইলাইনার পরার অভ্যেস থাকলে সেক্ষেত্রে একটু ছাড়তে হবে৷আপার লীডে লাইনার লাগালেও লোয়ার বা ইনার লীডে কখনওই আই লাইনার লাগাবেন না যদি আপনি নিয়মিত লেন্স পরেন৷ সংক্রমণ হতে পারে৷
৬) হাইপোঅ্যালার্জেনিক কসমেট্কিস- চোখের মেকআপ কেনার সময় এই ধরনের মেকআপ বাছুন৷ একটু দাম বেশি হলেও সুরক্ষিত থাকবে আপনার চোখ৷আর আপনার ত্বক যদি সেনসিটিভ হয়, তাহলে এই মেকআপের বাইরে যাবেন না৷
৭)প্রেসড পাউডার- অনেকেই মেকআপ করার পর অতিরিক্ত তেল শোষণের জ্যন পাউডারের গুঁড়ো লাগিয়ে নেন৷ তবে গুঁড়ো পাউডারের বদলে এক্ষেত্রে ব্যবহার করুন প্রেসড পাউডার৷চোখে ছড়িয়ে পড়ার সম্ভাবনা থাকে না৷
৮) ধোওয়ার সময়- চোখ-মুখের মেকআপ তোলার সময় খুব আস্তে তুলুন৷ আর সবার আগে আরও একবার হাত ভালো করে ধুয়ে নিন৷মেকআপ রিম্যুভারে যেন কোনও সুগন্ধী মেশানো না থাকে, তাহলে তা চোখের পক্ষে ক্ষতিকর৷ তবে মেকআপ তোলার আগে সবার আগে লেন্স খুলে পরিষ্কার করে রাখুন৷
৯) যদি সম্ভব হয় তাহলে ডিজপোজেবল লেন্স ব্যবহার করুন৷
১০) বিকল্প রাখুন- নিয়মিত লেন্স পরার অভ্যেস থাকলেও চশমা রাখুন হাতের কাছে৷ কেননা মেকআপ করার সময় যদি চোখে ঢুকে যায়, তাহলে লেন্স খুলে তক্ষুণি চশমা পরুন৷ আর যতক্ষণ না চুলকানি বা চোখের অস্বস্তির ভাব কাটছে, ততক্ষণ চোখে লেন্স পরা বা মেকআপ না করাই উচিত৷
এস সি