নববিবাহিত বউকে কাঁধে নিয়ে নদী পার হচ্ছেন বর!
নববিবাহিত বউকে কাঁধে নিয়ে নদী পার হচ্ছেন এক বর। ভারতের বিহারের কিশানগঞ্জের কঙ্কাই নদীর পলসা ঘাটে এমন ঘটনা ঘটেছে। ওই ঘটনার ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল হয়ে গেছে।
শনিবার লোহাগাড়া গ্রামের বাসিন্দা শিব কুমার সিং লোকজন সহকারে পালসা গ্রামে বিয়ে করতে গিয়েছিলেন। তবে রোববার ফেরার সময় বাঁধে গণ্ডগোল। অনেকটা এলেও শেষের দিকে নৌকা আর এগোতে পারেনি। উপায়ন্তর না পেয়ে নববিবাহিত বউকে কাঁধে তুলে নিয়ে নদী পার হতে শুরু করেন স্বামী।
সেখানে থাকা অন্য লোকেরা সেই ভিডিও ধারণ করে সোশ্যাল মিডিয়ায় আপলোড করে দেয়। প্রায় সঙ্গে সঙ্গেই ভিডিওটি ভাইরাল হয়ে যায়। আলোচনায় উঠে আসে কিশানগঞ্জের নাম। পলসা গ্রামটি ভারত-নেপাল সীমান্তে অবস্থিত। আর তাই কঙ্কাই নদীর উপরে সেতু তৈরি করা সম্ভব হয়নি।
এদিকে অনন্য এমন ঘটনাকে অনেক নেটিজেন ‘বাহুবলী ২’-এর একটি দৃশ্যের সঙ্গে তুলনা করেছেন। ‘দেবসেনা’কে বিয়ে করে সঙ্গে নিয়ে ফেরার সময় ‘দেবসেনা’ যাতে নৌকায় উঠতে পারেন, সে কারণে নদীতে নেমে দাঁড়িয়েছিলেন বাহুবলী। তার কাঁধে উঠেই নৌকায় পৌঁছান দেবসেনা।
এস সি/৩০ জুন