শিক্ষা
‘ঘরে বসে শিখি’ সংসদ টিভির পাঠ সম্পচারের রুটিন প্রকাশ
ঢাকা, ৩০ জুন – প্রাথমিক বিদ্যালয়ের প্রথম থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের জন্য ‘ঘরে বসে শিখি’ সংসদ বাংলাদেশ টেলিভিশনে পাঠ সম্পচারের সময়সূচি (রুটিন) প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা অধিদফতর। আগামী ১ জুলাই পর্যন্ত রুটিন প্রকাশ করা হয়।
গত ২৭ জুন থেকে পাঠ কার্যক্রম শুরু হলেও মঙ্গলবার রুটিন হাতে আসে গণমাধ্যমে। তবে অধিদফতর সূত্রে জানা গেছে, রুটিন শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় নতুন করে টেলিভিশনে পাঠদান কার্যক্রম অব্যাহত রাখা হবে বলে জানানো হয়।
প্রকাশিত সময় সূচি অনুযায়ী বিকাল সোয়া চারটা থেকে বিকাল সোয়া ৫টা পর্যন্ত সংসদ বাংলাদেশে টেলিভিশনে পাঠদান কার্যক্রম পরিচালিত হবে।
সূত্র: বাংলা ট্রিবিউন
এম ইউ/৩০ জুন ২০২১