দক্ষিণ এশিয়া

বিএমসির তথ্যমতে মুম্বাইয়ে ৫১% শিশুর শরীরে করোনার অ্যান্টিবডি রয়েছে

মুম্বাই, ৩০ জুন- ভারতে করোনার সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত রাজ্যগুলোর মধ্যে অন্যতম মহারাষ্ট্র। বিশেষত বাণিজ্যিক শহর মুম্বাই সংক্রমণের ধাক্কায় বেশি ভুগেছে। বিশেষজ্ঞদের ধারণা, করোনার তৃতীয় ঢেউ এলে জনবহুল এ শহর আবার বিপর্যয়ের মুখে পড়তে পারে।

তবে এর আগেই বড় একটি সুখবর শুনিয়েছে বোম্বে মিউনিসিপ্যাল করপোরেশন (বিএমসি)। প্রতিষ্ঠানটির এক প্রতিবেদনে বলা হয়েছে, মুম্বাইয়ের ৫১ শতাংশ শিশুর শরীরে করোনার অ্যান্টিবডির উপস্থিতি মিলেছে। তার মানে, করোনার তৃতীয় ঢেউয়ের বিরুদ্ধে লড়তে বাড়তি সুরক্ষা পাবে শহরটির প্রায় অর্ধেক শিশু।

বিএমসির চতুর্থ সমীক্ষায় মুম্বাইয়ের ১ থেকে ১৮ বছর বয়সীদের ৫১ দশমিক ১৮ শতাংশের শরীরে করোনার অ্যান্টিবডি পাওয়া গেছে।

তথ্যসূত্র: দেশ রূপান্তর
এস সি/৩০ জুন

 

Back to top button