নারায়নগঞ্জ

নারায়ণগঞ্জে চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার ৫

নারায়ণগঞ্জ, ৩০ জুন – নারায়ণগঞ্জে চাঁদাবাজির অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। মঙ্গলবার বিকেলে অভিযান চালিয়ে সিদ্ধিরগঞ্জের কদমতলী কাঠের পুল এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

র‍্যাব -১১ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিম উদ্দিন চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তাররা হলেন- হৃদয় মিয়া (২৫), মো. বাবুল (৩০), মো. নুর হোসেন (২৩), মো. হাসান (২১) ও মো. রাসেল (৩০)। তারা নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৬ নং ওয়ার্ড কাউন্সিলর ও সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের আহ্বায়ক মতিউর রহমান মতির সহযোগী বলে জানিয়েছে র‍্যাব।

গ্রেপ্তারের পর তাদের বিরুদ্ধে মঙ্গলবার বিকেলে র‍্যাব বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় একটি চাঁদাবাজি মামলা করেছে।

র‍্যাব জানায়, একটি চাঁদাবাজ চক্র দীর্ঘদিন ধরে আদমজী ইপিজেডে যাতায়াতকারী বিভিন্ন পণ্যের পরিবহন আটকে ব্যবসায়ীদের জিম্মি করে চাঁদাবাজি করে আসছে। গ্রেপ্তাররা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন যে, তারা স্থানীয় কাউন্সিলর মতিউর রহমান মতির সহযোগী। তারা পরস্পর যোগসাজশে দীর্ঘদিন ধরে সিদ্ধিরগঞ্জের আদমজী ইপিজেডের রফতানিমুখী পণ্য পরিবহনে চাঁদাবাজি করে আসছে।

সূত্র : বাংলাদেশ জার্নাল
এন এইচ, ৩০ জুন

Back to top button