চট্টগ্রাম

চট্টগ্রামে ২৪ ঘণ্টায় আরও ১০ জনের মৃত্যু, শনাক্ত ৩৯৯

চট্টগ্রাম, ৩০ জুন – গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনায় আরও ১০ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে করোনা রোগী শনাক্ত হয়েছে ৩৯৯ জন। এ নিয়ে জেলায় মৃতের সংখ্যা বেড়ে ৭০১ জনে এবং শনাক্ত ৫৮ হাজার ৭২৪ জনে দাঁড়াল।

এ নিয়ে টানা তিন দিন চট্টগ্রামে ৩০০ জনের উপরে করোনা শনাক্ত হলো। গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্তের হার ২৯.২৫ শতাংশ।

বুধবার চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

জেলা সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানিয়েছেন, ১ হাজার ৩৬৪ জনের নমুনা পরীক্ষা করে ৩৯৯ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। তাদের মধ্যে ফটিকছড়িতে ৩২ জন, সীতাকুন্ডে ২৪ জন, রাউজানের ২০ জন, মিরসরাইয়ে ১৬ জন, আনোয়ারায় ৯ জন, হাটহাজারী, বাঁশখালীতে তিনজন করে, লোহাগাড়া, সন্দ্বীপে, রাঙ্গুনিয়া দুইজন করে এবং পটিয়া, বোয়ালখালীতে একজন করে রয়েছেন।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে চারজন নগরের বাসিন্দা, আর ছয় জন নগরীর বাইরের বাসিন্দা। জেলায় এ পর্যন্ত মোট ৭০১ জনের মৃত্যু হয়েছে। চট্টগ্রামে এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছেন ৫৮ হাজার ৭২৪ জনের।

সূত্র : বাংলাদেশ জার্নাল
এন এইচ, ৩০ জুন

Back to top button