সাতক্ষীরা

সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় ৩ যুবক নিহত

সাতক্ষীরা, ৩০ জুন – সাতক্ষীরার দেবহাটা উপজেলার পারুলিয়া এলাকায় সড়ক দুর্ঘটনায় ৩ যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন- সাতক্ষীরা সদর উপজেলার আলিপুর ইউনিয়নের পুস্পকাটি গ্রামের জাহাঙ্গীর হোসেনের ছেলে মামুন হোসেন (১৮), তাসলিমা খাতুনের ছেলে আশরাফুল ইসলাম (২৫) ও একই গ্রামের মফিজুল ইসলামের ছেলে সজিব (২৭)।

দেবহাটা থানার ওসি বিপ্লব কুমার সাহা জানান, মঙ্গলবার রাত ১০টার দিকে ওই তিন যুবক একটি মোটরসাইকেলযোগে সাতক্ষীরার দিকে যাচ্ছিল। পথিমধ্যে পারুলিয়া হাইস্কুল এলাকায় একটি মালবাহী ট্রাককে সাইড দিতে গিয়ে পার্শ্ববর্তী একটি বিদ্যুতের খুঁটিতে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

পুলিশ তাদের মরদেহ উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

সূত্র : বাংলাদেশ জার্নাল
এন এইচ, ৩০ জুন

Back to top button