সরকারের পতন ঘটাতে দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান গয়েশ্বরের
ঢাকা, ২৯ জুন – বেগম খালেদা জিয়ার মুক্তির দাবি নয়, সরকারের পতন ঘটাতে দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
মঙ্গলবার (২৯ জুন) দুপুরে জাতীয় প্রেসক্লাবে জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুচিকিৎসা ও নিঃশর্ত মুক্তি দাবিতে এক প্রতিবাদী আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান।
এসময় দেশে রাজনীতি নেই, সরকারের বৃহস্পতি তুঙ্গে বলে মন্তব্য করেন গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেন, সরকার দলীয় এমপি-মন্ত্রী কারও কথার সঙ্গে কারো কথার মিল নেই, এখন একেক জন একেক রকম কথা বলেন। একজনের কথার সাথে আরেকজনের কোনো মিল নেই।
বিএনপির এই নীতিনির্ধারক বলেন, দেশের সচিবরা-পুলিশরা আজকের সরকারের পার্লামেন্টের ভাগ্যের বিধাতা। তারা পাপ করছে, তাদের পাপের ফসল আজকের পার্লামেন্ট। দিনের ভোট রাতে হয়েছে, এগুলো কারা করেছে?আজকের সংসদকে কী বলবো আমরা?যে পুলিশ রাতের বেলায় চোর ধরে তারাও কিন্তু ভোট চুরি করেছে। সে জন্য আজকে পুলিশের অবস্থান কোথায় গিয়ে দাঁড়িয়েছে। নৈতিকতার দিক দিয়ে পুলিশের কোনো অবস্থান কি এখন আছে?
খালেদা জিয়াকে কোন আইনের বলে জামিন দেওয়া হলো না— প্রধান বিচারপতির কাছে এ প্রশ্ন রেখে বিএনপির এই নেতা বলেন, ফাঁসির আসামিকে জামিন দেওয়ার নজির রয়েছে। আদালতের কাজ কাউকে খুশি বা অখুশি করা না। আমরা আপনাদের কাছে ন্যায়বিচার প্রত্যাশা করি।
সূত্র : পূর্বপশ্চিমবিডি
এন এইচ, ২৯ জুন