ইউরোপ

ফাইজার-মডার্নার ভ্যাকসিন নিলেও মাস্ক পড়তে হবে: ডব্লিউএইচও

জেনেভা, ২৯ জুন- করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে ইতোমধ্যে যারা ফাইজার এবং মডার্নার সম্পূর্ণ ডোজ টিকা নিয়েছেন তাদেরকেও বাইরে বের হওয়ার সময় মাস্ক পড়তে আহবান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। পৃথিবীব্যাপী ছড়িয়ে পড়া করোনার ডেল্টা ভ্যারিয়েন্ট থেকে সুস্থ থাকতে এ নির্দেশনা প্রদান করেছে সংস্থাটি।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার উপ-প্রধান মারিঅ্যাঞ্জেলা সিমাও বলেছেন, করোনা ভাইরাসের সম্পূর্ণ ডোজ গ্রহণ করার পর কেউ যেন মনে না করেন তিনি সম্পূর্ণ নিরাপদ। করোনাভাইরাস থেকে নিরাপদ থাকতে সব সময়ই স্বাস্থবিধি মেনে চলতে হবে।

মার্কিন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় রোগ নিয়ন্ত্রণ সংস্থার পক্ষ থেকেও বলা হয়েছে, করোনার সম্পূর্ণ ডোজ গ্রহণ করার পরই ঘরের বাইরে গেলে যথাযথভাবে স্বাস্থ্যবিধি মানা সহ মাস্ক ব্যবহার করত হবে।

এদিকে ফাইজার এবং মডার্নার উদ্ভাবিত করোনার টিকা দীর্ঘমেয়াদি অ্যান্টিবডি তৈরি করতে পারে বলে নতুন এক গবেষণায় উঠে এসেছে।

তথ্যসূত্র: আরটিভি
এস সি/২৯ জুন

 

Back to top button