পাবনা

পাবনায় ৬টি চোরাই মোটরসাইকেলসহ দুই চোর গ্রেপ্তার

পাবনা, ২৯ জুন – পাবনার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চোরাই মোটরসাইকেলসহ চোর চক্রের দুই সদস্যকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ(ডিবি)। এসময় চুরি যাওয়া ৬টি মোটরসাইকেল উদ্ধার করেছে করা হয়েছে। আটক দুইজন সুজানগর উপজেলার বনখোলা দাসপাড়া গ্রামের মোয়াজ্জিম খাঁর ছেলে মনিরুল ইসলাম (২৫) ও সদর উপজেলার বলরামপুর মধ্যপাড়া গ্রামের মৃত ইয়াছিন আলীর ছেলে সাদ্দাম হোসেন রুবেল (৩০)।

মঙ্গলবার দুপুরে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান, পাবনার পুলিশ সুপার মহিবুল ইসলাম খান বিপিএম।

তিনি জানান, গত ১৮ জুন রাতে বেড়া থানার মৈত্রবাধা এলাকার বাসিন্দা ডাক্তার ইউসুফ আলীর বাড়ির নিচতলার গ্যারেজ থেকে একটি এপাচি মোটরসাইকেল চুরি করে নিয়ে যায় চোর চক্র।

এঘটনায় বেড়া মডেল থানায় একটি চুরির মামলা করেন ক্ষতিগ্রস্ত ইউসুফ আলী। মামলার পর জেলা গোয়েন্দা পুলিশের একটি দল গত ২৬ জুন অভিযান চালিয়ে সুজানগরের দাসপাড়া থেকে প্রথমে মনিরুল ইসলামকে আটক ও তার হেফাজত থেকে চুরি যাওয়া মোটরসাইকেলটি উদ্ধার করে। তার দেয়া স্বীকারোক্তি মোতাবেক চোরচক্রের অপর সদস্য সাদ্দাম হোসেন রুবেলকে আটক করে।

পরে রুবেলের দেয়া তথ্য মতে পাবনা সদর, বেড়া ও সুজানগর থানা এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আরো ৫টি মোটরসাইকেল উদ্ধার করে গোয়েন্দা পুলিশের সদস্যরা। রুবেলের বিরুদ্ধে সদর থানায় তিনটি মামলা রয়েছে। এ ঘটনায় মামলা দায়ের করে আটক দুইজনকে মঙ্গলবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

এসময় অতিরিক্ত পুলিশ সুপার আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলমসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

সূত্র : একুশে
এন এইচ, ২৯ জুন

Back to top button