গাজীপুর

গাজীপুরে বন্ধ কারখানা চালু-বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের অবস্থান

গাজীপুর, ২৯ জুন- বেআইনিভাবে বন্ধ করে দেয়া কারখানা চালু, বকেয়া বেতন পরিশোধ এবং শ্রমিক ছাঁটাই-নির্যাতন ও দমন-পীড়নের প্রতিবাদে অবস্থান কর্মসূচি পালন করেছে গাজীপুর মহানগরীর বড়বাড়ি এলাকায় অবস্থিত ন্যাশনাল কেমিক্যালস ম্যানুফেকচারিং কোম্পানি লিমিটেডের শ্রমিকরা।

মঙ্গলবার (২৯ জুন) সকালে কারখানার শতাধিক শ্রমিক লাল পতাকা নিয়ে গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এসে অবস্থান কর্মসূচি পালন করেন।

এ সময় আন্দোলনকারী শ্রমিকরা জানান, গত ২০ এপ্রিল থেকে পূর্বঘোষণা ছাড়াই হঠাৎ করে ওই কারখানাটি বন্ধ করে দেয়া হয়। এপ্রিল মাস থেকে তাদের বেতন বকেয়া রয়েছে। কিছুদিন আগে ১২জন শ্রমিককে বেআইনিভাবে ছাঁটাই করা হয়েছে। এ ব্যাপারে জেলা প্রশাসকের নিকট একটি স্মারকলিপি প্রদান করা হয়েছে।

অবিলম্বে বন্ধ কারখানা খুলে দেয়া এবং বকেয়া বেতন পরিশোধ এবং বেআইনিভাবে শ্রমিক ছাঁটাই বন্ধের দাবি জানিয়েছে তারা।

ঘণ্টাব্যাপী চলা এ কর্মসূচিতে ওই কারখানার শ্রমিক ইউনিয়নের নেতা মো. মাহফুজুল ইসলাম, মো. রাসেল মিয়া, মো. আব্দুল্লাহ ও আলতাফ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

তথ্যসূত্র: জাগো নিউজ
এস সি/২৯ জুন

 

Back to top button